West Bengal Weather Update

বড়দিনের আগে আবার বৃষ্টি দক্ষিণের তিন জেলায়, ভিজবে দার্জিলিংও, তার পরে কি জাঁকিয়ে শীত?

কলকাতায় আপাতত তিন-চার দিন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ২১:৩৮
২৭ ডিসেম্বরের পরে রাজ্যে রাতের তাপমাত্রা নামতে পারে।

২৭ ডিসেম্বরের পরে রাজ্যে রাতের তাপমাত্রা নামতে পারে। — ফাইল চিত্র।

বড়দিনের আগে আবার বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। দক্ষিণবঙ্গের তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। বুধবার বৃষ্টি হতে পারে দার্জিলিঙে। তবে আগামী চার দিন রাতের তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। বঙ্গবাসীর মনে প্রশ্ন, জাঁকিয়ে ঠান্ডা কবে পড়বে? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বছর শেষের আগে পারদ পতনের সম্ভাবনা কম।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, পর পর পশ্চিমী ঝঞ্চায় আটকে উত্তুরে হাওয়া। একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা শুক্রবার প্রবেশ করতে পারে। তার আগে আগামী তিন-চার দিন গোটা রাজ্যে রাতের তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। ২৭ ডিসেম্বরের পরে রাজ্যে রাতের তাপমাত্রা নামতে পারে। কলকাতায় আপাতত তিন-চার দিন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির পাশাপাশি ওই তিন জেলার কিছু অংশ কুয়াশাচ্ছন্নও থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদও কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। তবে কোথাও সতর্কতা জারি করার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি।

বড়দিনে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিঙে। উত্তরের বাকি সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। তবে ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদহে। বড়দিন অর্থাৎ বুধবার পর্যন্ত সেখানে কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারে।

Advertisement
আরও পড়ুন