— প্রতিনিধিত্বমূলক চিত্র।
দিনহাটা পুরসভায় বাড়ির প্ল্যানের নথি জালকাণ্ডে আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। দু’জনকেই রবিবার দিনহাটা মহকুমা আদালতে হাজির করানো হয়েছে। ধৃতদের আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, দুই ধৃতের নাম অর্কপ্রভ দাশগুপ্ত এবং হরি বর্মণ। কোচবিহারের বাসিন্দা অর্কপ্রভ পেশায় ইঞ্জিনিয়ার। অন্য দিকে, হরি দিনহাটা পৌরসভার ওভারসিয়ার হিসাবে নিযুক্ত। পুলিশ জানিয়েছে, আগেই ধৃত উত্তম চক্রবর্তীকে জেরা করে এই দু’জনের নাম উঠে এসেছে। এর পরেই তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পরে তাঁদের গ্রেফতার করা হয়। রবিবার ধৃতদের আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে দিনহাটা মহকুমার আদালত। আগামী ১২ তারিখ তাঁদের পুনরায় আদালতে হাজির করানো হবে।
সম্প্রতি দিনহাটা পুরসভা নিয়ে নানা অভিযোগ উঠেছে। অভিযোগ, উত্তম নামে পুরসভার ওই গ্রুপ ডি কর্মচারী স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বাড়ির প্ল্যান পাশ করিয়ে দেওয়ার নাম করে টাকা নিতেন। কিন্তু ওই টাকা পুরসভার অ্যাকাউন্টে জমা পড়ত না! আবার পুরসভার খাতাতেও ওই প্ল্যান পাশের কোনও রেকর্ড থাকত না। কিন্তু ওই বাসিন্দারা সকলেই বিলের রসিদ পেয়েছিলেন। সম্প্রতি পুরসভার সদ্যপ্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূলের গৌরীশঙ্কর মহেশ্বরী ওই রসিদ নকল বলে দাবি করার পরেই শুরু হয় বিতর্ক। শেষমেশ গত ৩০ ডিসেম্বর পুরসভার চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান গৌরীশঙ্কর। ওই দিন মধ্যরাতে উত্তমকে গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ। আদালতে হাজির করানোর পর তাঁকে ১৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।