rajgang

Rajganj: রাজগঞ্জে শিল্পতালুকে হামলার ঘটনায় গ্রেফতার ২, এলাকায় বাড়ল পুলিশি টহলদারি

হামলার বিস্তারিত বিবরণ মুখ্যমন্ত্রীকে পাঠাবে নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোশিয়েশন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২২ ১৭:৫৩
শিল্পতালুকে হামলার ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ।

শিল্পতালুকে হামলার ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। নিজস্ব চিত্র

শিল্পতালুকে হামলার ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় পুলিশের টহলদারি বাড়ানো হয়েছে। হামলার বিস্তারিত বিবরণ মুখ্যমন্ত্রীকে পাঠাবে নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোশিয়েশন।

এই ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার গ্রেফতার হয় মহম্মদ মনসুরকে। রবিবার রাতে গ্রেফতার আনন্দ রায় নামে এক ব্যক্তিকে।

Advertisement

সংস্থার সম্পাদক সুরজিৎ পালের অভিযোগ, ‘‘রাজগঞ্জে দুষ্কৃতীদের একটি নতুন গ্রুপ তৈরি হয়েছে, যারা মূলত মাদক পাচারে সঙ্গে জড়িত। এই দুষ্কৃতীরা মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত। এরাই কারখানায় হামলা চালিয়েছে। এদের সম্পর্কে মুখ্যমন্ত্রীকে বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে। ’’
জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ‘‘এই ঘটনার পর আমরা ওই এলাকায় আরও বেশি করে পুলিশের টহলদারি বাড়িয়েছি। আরও একজন গ্রেফতার হয়েছে। এই নিয়ে মোট দু’জনকে গ্রেফতার হল। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।’’

Advertisement
আরও পড়ুন