Gorakhnath Temple

Gorakhnath Temple: যোগী আদিত্যনাথের মঠের সামনে কাটারি হাতে তাণ্ডব আইআইটি স্নাতকের!

এই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে কাটারি হাতে ধর্মীয় স্লোগান দিচ্ছেন ওই যুবক। কেউ তাঁকে আটকাতে গেলে কাটারি হাতে তেড়ে যাচ্ছেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম আহমেদ মুর্তজা আব্বাসি।

Advertisement
সংবাদসংস্থা
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২২ ১৭:০২
গোরক্ষনাথ মন্দিরের সামনে কাটারি হাতে তাণ্ডব চালাচ্ছেন ওই যুবক।

গোরক্ষনাথ মন্দিরের সামনে কাটারি হাতে তাণ্ডব চালাচ্ছেন ওই যুবক। ছবি টুইটার

গোরক্ষনাথ মন্দিরের সামনে কাটারি হাতে তাণ্ডব চালালেন আইআইটি স্নাতক এক যুবক। রবিবার সন্ধ্যা নাগাদ ধর্মীয় স্লোগান দিতে মন্দিরে প্রবেশের চেষ্টা করেন তিনি। স্থানীয় দোকানদাররা তাঁকে বাধা দিতে গেলে তাঁদের উপরও হামলা চালান ওই যুবক। পুলিশ তাঁকে ধরতে গেলে তাদের উপরও চড়াও হন তিনি। তাঁকে ধরতে গিয়ে আহত হয়েছেন দুই পুলিশকর্মী, আহত যুবকও।

প্রসঙ্গত, গোরক্ষনাথ মন্দির গোরক্ষনাথ মঠের সদর দফতর। এই মন্দিরের প্রধান উত্তরপ্রদেশের পুরোহিত যোগী আদিত্যনাথ। সন্ধে ৭টা নাগাদ মন্দিরের প্রবেশদ্বারের সামনে এই তাণ্ডব চলে। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ তাঁকে ধরেছে। তাঁকে ধরতে গিয়ে দু’ই পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। পুলিশ এবং দোকানদারের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন যুবকও।

এই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে কাটারি হাতে ধর্মীয় স্লোগান দিচ্ছেন ওই যুবক। কেউ তাঁকে আটকাতে গেলে কাটারি হাতে তেড়ে যাচ্ছেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম আহমেদ মুর্তজা আব্বাসি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গোরক্ষপুরের বাসিন্দা মোর্তাজা বম্বে আইআইটি পাশ করেন ২০১৫ সালে। তাঁর কাছ থেকে একটি ল্যাপটপ, ফোন এবং ট্রেনের টিকিট উদ্ধার হয়েছে।

গোরক্ষপুরের অতিরিক্ত ডিজি (আইনশৃঙ্খলা) প্রশান্ত কুমার বলেন, ‘‘এই ঘটনার পিছনে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা। জঙ্গি যোগ আছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।’’

গোরক্ষনাথের মন্দিরের মতো ‘হাই প্রোফাইল’ এলাকায় কী ভাবে ওই যুবক ঢুকে পড়লেন, তা ভাঁজ ফেলেছে পুলিশ-প্রশাসনের কপালে। তবে ঘটনার পর নড়েচড়ে বসেছে পুলিশ। এলাকায় ঢেলে সাজানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা।

Advertisement
আরও পড়ুন