Python

এত বড় সাপ কখনও দেখা যায়নি ডুয়ার্সে? ১৭ ফুটের অজগর উদ্ধার মাদারিহাটের চা-বাগানে

বন দফতর সূত্রের খবর, শনিবার সকালে চা-বাগানের শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে প্রথম বিশাল আকৃতির সাপটিকে দেখতে পান। এর পরেই খবর দেওয়া হয় জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষকে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
মাদারিহাট শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২২ ২০:৩৮
মাদারিহাটে উদ্ধার বিশাল অজগর।

মাদারিহাটে উদ্ধার বিশাল অজগর। নিজস্ব চিত্র।

আলিপুরদুয়ারের মাদারিহাটের জঙ্গল লাগোয়া চা-বাগান থেকে শনিবার উদ্ধার করা হল ১৭ ফুট লম্বা বিশাল চেহারার এক অজগর। মুজনাই চা-বাগান সংলগ্ন এলাকা থেকে বনকর্মীরা উদ্ধার করেন সাপটিকে।

বন দফতর সূত্রের খবর, শনিবার সকালে চা-বাগানের শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে প্রথম বিশাল আকৃতির সাপটিকে দেখতে পান। এর পরেই খবর দেওয়া হয় জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষকে।

Advertisement

খবর পেয়ে বনকর্মী ও আধিকারিকেরা চা-বাগানে গিয়ে একটি নালা থেকে উদ্ধার করেন অদগরটিকে। পরে জলদাপাড়া জাতীয় উদ্যানের সংরক্ষিত এলাকায় সেটিকে ছেড়ে দেওয়া হয়।

ডুয়ার্সের জঙ্গল লাগোয়া লোকালয় এবং চা-বাগানে প্রায়শই ঢুকে পড়ে অজগর। কিন্তু শেষ কবে সেখানে এত বড় অজগর উদ্ধার হয়েছে, মনে করতে পারছেন না প্রবীণ বনকর্তা এবং বনকর্মীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement