Arvind Kejriwal

‘বক্তৃতা, বিজ্ঞাপনে সরকার চলছে দিল্লিতে’, চিঠি উপরাজ্যপালের! কেজরী বললেন ‘বিজেপির চক্রান্ত’

সম্প্রতি মুখ্যমন্ত্রী কেজরী এবং উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া লেফটেন্যান্ট গভর্নরের বিরুদ্ধে অসাংবিধানিক ভাবে সরকারের কাজের উপর হস্তক্ষেপের অভিযোগ তুলেছিলেন। তার পরেই এই চিঠি।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২২ ১৮:৫৯
লেফটেন্যান্ট গভর্নর সাক্সেনা এবং মুখ্যমন্ত্রী কেজরীওয়াল।

লেফটেন্যান্ট গভর্নর সাক্সেনা এবং মুখ্যমন্ত্রী কেজরীওয়াল। ছবি: পিটিআই।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে চিঠি লিখে নতুন বিতর্ক তৈরি করলেন লেফটেন্যান্ট গভর্নর (উপরাজ্যপাল) বিনয়কুমার সাক্সেনা। তাঁর অভিযোগ, আম আদমি পার্টি (আপ)-র সরকার কোনও সাংবিধানিক দায়িত্ব পালন করছে না। চিঠিতে তিনি লিখেছেন, ‘মৌলিক জনস্বার্থের কাজ না করে বক্তৃতা আর বিজ্ঞাপনের উপরে সরকার চলছে।’

সাক্সেনার ওই চিঠি পেয়েই জবাব দিয়েছেন কেজরী। ‘আরও একটি প্রেমপত্র এসেছে’ লিখে টুইটারে দিল্লির মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘লেফটেন্যান্ট গভর্নরের মাধ্যমে দিল্লির জনগণের জীবন তছনছ করার ছক কষেছে বিজেপি। প্রতি দিন এই মানুষগুলি কোনও না কোনও বিষয়ে বিতর্ক তৈরি করেন। আমি দিল্লিবাসীকে আশ্বস্ত করছি— যত দিন আপনাদের এই ছেলে বেঁচে থাকবে, তত দিন চিন্তা করবেন না। আমি আপনাদের কেশাগ্র স্পর্শ করতে দেব না।’

Advertisement

সম্প্রতি মুখ্যমন্ত্রী কেজরী এবং উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া লেফটেন্যান্ট গভর্নরের বিরুদ্ধে অসাংবিধানিক ভাবে সরকারের কাজের উপর হস্তক্ষেপের অভিযোগ তুলেছিলেন। নয়া আবগারি নীতি প্রণয়নে দুর্নীতির অভিযোগে মণীশের বিরুদ্ধে তদন্তের জন্য সাক্সেনার অনুমতি দেওয়ার ঘটনা নিয়েও সরব হয়েছিলেন কেজরী। এমনকি দুর্নীতির অভিযোগ তুলে সাক্সেনার বিরুদ্ধে সিবিআই তদন্তেরও অভিযোগ তুলেছেন আপ নেতৃত্ব।

কেজরী দলের অভিযোগ, ২০১৬ সালে নোট বাতিলের সময় কালো টাকা সাদা করেছেন সাক্সেনা। তাদের দাবি, নোট বাতিলের সময় খাদি ও গ্রাম শিল্প কমিশনের চেয়ারম্যান পদে ছিলেন সাক্সেনা। ওই সময় ১,৪০০ কোটি টাকার বাতিল নোট বদল করতে কর্মীদের উপর চাপ সৃষ্টি করেছিলেন তিনি। মাস দু’য়েক আগে লেফটেন্যান্ট গভর্নরের পদত্যাগের দাবিতে রাতভর দিল্লি বিধানসভায় বিক্ষোভ দেখিয়েছিলেন আপ বিধায়কেরা।

Advertisement
আরও পড়ুন