মাউন্ট মনিরাঙের পথে। ছবি: ‘কলকাতা ট্রেকার্স ইউথ’ সূত্রে পাওয়া।
হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি অঞ্চলের দুর্গম পর্বত শৃঙ্গ মাউন্ট মনিরাং জয় করল শহরের পর্বত অভিযাত্রী সংগঠন ‘কলকাতা ট্রেকার্স ইউথ’-এর ন’জন সদস্যের একটি দল। ৬,৫৯৩ মিটার (২১,৬৩০ ফুট) উঁচু ওই শৃঙ্গে দেশ এবং সংগঠনের পতাকা উড়িয়ে সম্প্রতি ফিরে এসেছেন তাঁরা।
সংগঠন ‘কলকাতা ট্রেকার্স ইউথ’-এর সহ-সম্পাদক সমীরণ চক্রবর্তী জানিয়েছেন তাঁরা কলকাতা থেকে অগস্টের তৃতীয় সপ্তাহে হিমালয়ের ওই পাহাড় চুড়া জয়ের লক্ষ্যে রওনা হয়েছিলেন। বাংলার ন’জন পর্বতারোহীর এই সফল অভিযানে সহযোগিতা করেছেন হিমাচল প্রদেশের ৩ জন পথপ্রদর্শক।
এই সাফল্যের জন্য আযোজক সংস্থা এবং অভিযাত্রী সদস্যদের অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট পর্ব্বতারোহী শ্যামল সরকার, উজ্জ্বল রায়, দেবদাস নন্দী, শ্রী মলয় মুখোপাধ্যায়, শ্রী প্রবোধ গঙ্গোপাধ্যায় এবং জয়দীপ মুখোপাধ্যায়।