ভাইফোঁটার আয়োজন শুরু হয়ে গিয়েছে ঘরে ঘরে। কালীপুজোর আনন্দের রেশ কাটতে না কাটতেই এসে পড়ে ভ্রাতৃদ্বিতীয়ার পুণ্যলগ্ন। ঘরে ঘরে ভাইবোনেরা মেতে ওঠে ভাইফোঁটার উদযাপনে। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে, নিজের হাতে রেঁধে খাইয়ে তার মঙ্গল কামনায় ব্রতী হয় বোনেরা বা দিদিরা।
আপনার বাড়িতেও নিশ্চয়ই প্রস্তুতি তুঙ্গে? এ বছর অর্থাৎ ২০২৪ সালে ভ্রাতৃদ্বিতীয়ার শুভ সময় কখন পড়েছে জানেন কি? কখন ভাইকে ফোঁটা দিলে তার মঙ্গল হবে আর কখন একেবারেই দেবেন না, রইল তার সবিস্তার বিবরণ।
কার্তিক মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনেক বাড়িতে শুক্লপক্ষের প্রতিপদেও হয় ভাইফোঁটার রীতিপালন।
এ বছর ১ নভেম্বর, বাংলা মতে ১৫ কার্তিক ১৪৩১, শুক্রবার বিকেল ৫টা ৮ মিনিট থেকে পরদিন অর্থাৎ ১৬ কার্তিক, শনিবার সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট পর্যন্ত প্রতিপদ তিথি থাকবে।
ভ্রাতৃদ্বিতীয়া ২ নভেম্বর, বাংলা মতে ১৬ই কার্তিক, শনিবার,সন্ধ্যা ৬টা ৫৪ থেকে পরদিন ৩রা নভেম্বর, ১৭ কার্তিক, রবিবার রাত ৮টা ১৬ মিনিট পর্যন্ত।
ভাইফোঁটার শুভ মুহূর্ত ভোর ৬টা ৪৫ মিনিটের পর থেকে সকাল ৮টা ৫৪ মিনিটের মধ্যে, আবার বেলা ১১টা থেকে ১১টা ৪৩ মিনিটের মধ্যে এবং তার পরে দুপুর ২টো থেকে বিকেল ৪টের মধ্যে।
এই সময়গুলোর মাঝে যে সময়ের ব্যবধানগুলো আছে, সেই সময়ে কখনওই ভাইফোঁটা দেবেন না। এতে অমঙ্গলের আশঙ্কা থাকে।
এ বছর ভাইফোঁটার বিজয় মুহূর্ত রয়েছে সীমিত সময়ের জন্য। দুপুর ১টা ৫৪ মিনিট থেকে ২টা ৪৮ মিনিটের মধ্যে। এই বিজয় সময়কে অত্যন্ত শুভ সময় বলে মনে করা হয়।
যারা সান্ধ্যকালীন ভাইফোঁটা দেবেন, তাঁদের জন্য রয়েছে সীমিত সময়– বিকেল ৫টা ৩৪ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
উত্তরবঙ্গে দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় ভাইফোঁটার অনুষ্ঠানটি 'ভাইতিলক' নামে পরিচিত। এই প্রথাই ‘ভাইদুজ’ নামে পরিচিত ভারতবর্ষের উত্তর ও পশ্চিম-সহ হিন্দিভাষী বলয়ের রাজ্যগুলিতে।