Arrest

বধূ খুনে ধৃত প্রেমিক! পূর্ব বর্ধমানে চাঞ্চল্য

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মৌসুমি মালিক (৩৩)-এর দেহ। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ২৩:১৮

— প্রতীকী চিত্র।

বধূ খুনের অভিযোগে প্রেমিককে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের রায়না থানার পুলিশ। ধৃতের নাম চন্দন সিংহ। রায়নার বুরার গ্রামেরই সিংহপাড়ায় ধৃতের বাড়ি। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হয়েছিল। তদন্তের প্রয়োজনে ধৃতকে পাঁচ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। সেই আবেদন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মৌসুমি মালিক (৩৩)-এর দেহ। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তাঁর মেয়েকে খুন করা হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেন মাধবডিহি থানার কুমারপুরের বাসিন্দা শ্রীকান্ত মালিক। তাঁর অভিযোগ, মেয়ে চন্দনের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। পরে সেই সম্পর্ক ছিন্ন হয়ে যায়। সে জন্য তাঁর মেয়েকে ফোনে হামেশাই উত্ত্যক্ত করা হত। এমনকি খুনের হুমকিও দেওয়া হত। স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মেয়েকে তাঁর বাড়িতে চলে যাওয়ার জন্য চাপ দিতেন চন্দন। কিন্তু তাতে রাজি হননি মৌসুমি। বুধবার রাতে চন্দন মৌসুমির বাড়িতে আসেন। তাঁকে খুনের পর আত্মহত্যা বলে চালাতেই দেহ ঝুলিয়ে দেন তিনি। অভিযোগ পেয়ে খুনের মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন