Accidental Death

চিকিৎসার জন্য যাচ্ছিলেন কটকে, ওড়িশায় পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু মেদিনীপুরে দু’জনের

স্থানীয় সূত্রে খবর, শহরের মির্জাবাজারের বাসিন্দা আরতি বিবি অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য তাঁকে নিয়ে কটকের হাসপাতালে যাচ্ছিলেন পরিবারের লোকেরা। অ্যাম্বুল্যান্সে ছিলেন চালক-সহ পাঁচ জন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ২৩:২৮

— প্রতীকী চিত্র।

ওড়িশার জাজপুরের কাছে ধর্মশালার নেউলপুরে পথ দুর্ঘটনা। মৃত্যু হল মেদিনীপুরের দু’জনের।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শহরের মির্জাবাজারের বাসিন্দা আরতি বিবি অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য তাঁকে নিয়ে কটকের হাসপাতালে যাচ্ছিলেন পরিবারের লোকেরা। অ্যাম্বুল্যান্সে ছিলেন চালক-সহ পাঁচ জন। চালক বাদে ছিলেন অসুস্থ আরতি, তাঁর দুই মেয়ে সানোয়ারা বিবি, মানোয়ারা বিবি এবং মানোয়ারার ছেলে শেখ সামাদ আজাদ। বুধবার রাতে মেদিনীপুর থেকে কটকের উদ্দেশে রওনা দেন তাঁরা। বৃহস্পতিবার ভোরে নেউলপুরে দুর্ঘটনার মুখে পড়ে অ্যাম্বুল্যান্স। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে অ্যাম্বুল্যান্সটি। কমবেশি পাচঁ জনই জখম হন। স্থানীয়েরা উদ্ধার করে জখমদের হাসপাতালে নিয়ে যান। বছর বাইশের সামাদকে (২২) মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। শুক্রবার সকালে মৃত্যু হয়েছে বছর পঁচাত্তরের আরতির (৭৫)। সানোয়ারা, মানোয়ারা চিকিৎসাধীন।

পথ দুর্ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন পুর- প্রতিনিধি মহম্মদ সইফুল। শুক্রবার তিনি শহরে ফিরেছেন। কংগ্রেস কাউন্সিলার সইফুল বলেন, ‘‘মর্মান্তিক ঘটনা। ঘটনাস্থলে গিয়ে মনে হয়েছে, অ্যাম্বুল্যান্সের চালকের ভুলেই দুর্ঘটনাটি ঘটেছে।’’

Advertisement
আরও পড়ুন