Accident in South Kolkata School

কলকাতার নব নালন্দা স্কুলে কাচ ভেঙে আহত তিন পড়ুয়া, বিক্ষোভ চলছে অভিভাবকদের

দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুলে কাচ ভেঙে দুর্ঘটনা। আহত তিন পড়ুয়া। এদের মধ্যে নবম শ্রেণির দুই পড়ুয়ার আঘাত গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ০৯:০২
(বাঁ দিকে) কাচ ভেঙে আহত এক পড়ুয়া। কাচ ভেঙে পড়ার পর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে জানলার অংশ (ডান দিকে)। সোমবার সকালে কলকাতার নব নালন্দা স্কুলে।

(বাঁ দিকে) কাচ ভেঙে আহত এক পড়ুয়া। কাচ ভেঙে পড়ার পর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে জানলার অংশ (ডান দিকে)। সোমবার সকালে কলকাতার নব নালন্দা স্কুলে। ছবি: সংগৃহীত।

দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুলে কাচ ভেঙে দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর, এই ঘটনায় আহত হয়েছে তিন পড়ুয়া। এদের মধ্যে নবম শ্রেণির দুই পড়ুয়ার আঘাত গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যদিও স্কুলের বক্তব্য, তিন জন নয়, দু’জন পড়ুয়া আহত হয়েছে। তাদের মধ্যে এক জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, অন্য জন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরেই স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকেরা। গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে যায় টালিগঞ্জ থানার পুলিশ।

Advertisement

সোমবার সকাল ৭টা নাগাদ সার্দান অ্যাভিনিউ এলাকার ওই স্কুলে ঢুকছিল পড়ুয়ারা। প্রার্থনা শুরু হওয়ার ঠিক আগে স্কুল ভবনের উপর থেকে কাচ ভেঙে পড়ে পড়ুয়াদের উপরে। দৌড়ে আসে অন্য পড়ুয়ারা। ওই পড়ুয়াদের উদ্ধার করতে এগিয়ে যান পড়ুয়াদের স্কুলে পৌঁছে দিতে আসা অভিভাবকেরাও।

পরে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিভাবকেরা। স্কুল কর্তৃপক্ষের অবশ্য দাবি, ভবনটি নতুন করে তৈরি করা হয়েছে। তাই রক্ষণাবেক্ষণ হয়নি, এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন তাঁরা। তাঁদের বক্তব্য, কয়েক জন পড়ুয়া জোরে জানলা খুলতে যাওয়ায় কাচ ভেঙে নীচে পড়ে। যদিও এই যুক্তি মানতে চাননি অভিভাবকেরা। প্রিন্সিপালের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরে স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, আহত পড়ুয়াদের দেখতে হাসপাতালে গিয়েছেন প্রিন্সিপাল।

Advertisement
আরও পড়ুন