কনকনে শীত নেই মকর সংক্রান্তিতেও! —প্রতিনিধিত্বমূলক চিত্র।
মকর সংক্রান্তিতেও কনকনে শীতের পূর্বাভাস দিল না আলিপুর আবহাওয়া দফতর। বরং আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আগামী বুধবার থেকে ফের কিছুটা পারদপতন হতে পারে। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, শীতের আমেজ থাকলেও আপাতত কনকনে ঠান্ডা পড়বে না। তবে আকাশ মেঘমুক্ত থাকবে। দক্ষিণে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। ঘন কুয়াশা থাকতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায়।
দার্জিলিঙে বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকছে। এর ফলে উত্তুরে হাওয়া ফের বাধাপ্রাপ্ত হতে পারে। সে ক্ষেত্রে শীতেও বাধা পড়তে পারে।
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। রবিবার রাজ্যের শীতলতম জেলা ছিল দার্জিলিং। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৮। কালিম্পঙের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ এবং পুরুলিয়ায় ১০.১।