Manchester United

১০ জনের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে হার আর্সেনালের, টাইব্রেকারে নায়ক তুরস্কের গোলরক্ষক

লড়ে জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ১০ জনে খেলেও আর্সেনালকে হারিয়ে দিল তারা। ম্যান ইউর নায়ক তাদের গোলরক্ষক। ম্যাচে জোড়া পেনাল্টি সেভ করেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১১:০৫
football

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে জিতিয়ে উল্লাস গোলরক্ষক আলতাই বায়িন্দিরের। ছবি: রয়টার্স।

৬১ মিনিটের মাথায় দিয়োগো দালত লাল কার্ড দেখার পর মনে হয়েছিল, কোনও ভাবেই জিততে পারবে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কিন্তু পারল তারা। লড়ে জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ১০ জনে খেলেও আর্সেনালকে হারিয়ে দিল তারা। ম্যান ইউর নায়ক তাদের গোলরক্ষক আলতাই বায়িন্দির। ম্যাচে জোড়া পেনাল্টি সেভ করেন তিনি।

Advertisement

এফএ কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই বড় দল। আর্সেনালের ঘরের মাঠে শুরু থেকে রক্ষণাত্মক খেলছিল ম্যান ইউ। প্রথমার্ধে তেমন সুযোগ তৈরি করতে পারেনি তারা। ১৯ মিনিটের মাথায় আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেলি বল জালে জড়িয়ে দেন। কিন্তু সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলেন। ফলে গোল বাতিল হয়। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ে। ৫২ মিনিটের মাথায় গ্যাব্রিয়েলের ভুল কাজে লাগান আলেজ়ান্দ্রো গারনাচো। আর্সেনালের বক্সের কাছে তিনি পাস দেন ব্রুনো ফ্রেনান্দেসকে। গোল করতে ভুল করেননি ব্রুনো। এগিয়ে যায় ম্যান ইউ। যদিও তার পরেই ম্যাচে দু’টি বড় ঘটনা ঘটে। দু’টি ক্ষেত্রেই আলোচনার কেন্দ্রে রেফারি অ্যান্ড্রু মেডলে। ৬১ মিনিটের মাথায় ম্যান ইউর দালতকে দ্বিতীয় হলুদ কার্ড (অর্থাৎ, লাল কার্ড) দেখান তিনি। মাঠ ছাড়তে হয় তাঁকে। তার পরেই গ্যাব্রিয়েলের গোলে সমতা ফেরায় আর্সেনাল।

৬৯ মিনিটের মাথায় ম্যান ইউ বক্সে পড়ে যান কাই হাভের্ৎজ়। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েরকে হলুদ কার্ড দেখান তিনি। এই সিদ্ধান্তের পরে পরিস্থিতি উত্তপ্ত হয়। দু’দলের ফুটবলারদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে রিপ্লেতে দেখা যায়, নিজেই পড়ে গিয়ে পেনাল্টি আদায় করেছেন হাভের্ৎজ়। যদিও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি আর্সেনাল। অধিনায়ক মার্টিন ওডেগার্ডের শট বাঁচিয়ে দেন বায়িন্দির। তুরস্কের জাতীয় দলের গোলরক্ষক এই ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছেন। শুধু পেনাল্টি বাঁচানো নয়, তার পরেও বেশ কয়েকটি ভাল সেভ করেছেন তিনি। ১২০ মিনিটের খেলায় আর গোল হয়নি। মরিয়া ডিফেন্স করে ইউনাইটেড। খেলা গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে ম্যান ইউর হয়ে ব্রুনো, আমাদ দিয়ালো, লেনি ইয়োরো, লিসান্দ্রো মার্তিনেস ও জোশুয়া জ়িরকি গোল করেন। কিন্তু আর্সেনালের হাভের্ৎজ়ের শট বাঁচিয়ে দেন বায়িন্দির। এক বার পিছিয়ে পড়ে টাইব্রেকারে আর ফিরতে পারেনি আর্সেনাল। হেরে মাঠ ছাড়তে হয় তাদের।

Advertisement
আরও পড়ুন