Justice Abhijit Gangopadhyay

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়ে হাই কোর্টের কাছে হলফনামা চাইল সুপ্রিম কোর্ট

সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনুসিঙ্ঘভির সওয়ালের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই নির্দেশ দিয়েছেন।

Advertisement
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ ১৩:০৭
কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওই সাক্ষাৎকার নিয়ে মন্তব্যও করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওই সাক্ষাৎকার নিয়ে মন্তব্যও করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। —ফাইল চিত্র।

এবিপি আনন্দে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়ে কলকাতা হাই কোর্টের কাছে হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনুসিঙ্ঘভির সওয়ালের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই নির্দেশ দেন। কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আগামী শুক্রবারের মধ্যে হলফনামা চায় সুপ্রিম কোর্ট। ওই দিনই এ নিয়ে পরবর্তী শুনানি হবে।

২০২২ সালের সেপ্টেম্বরে প্রথম বার (এ পর্যন্ত ওই একটিই) কোনও টিভি চ্যানেলে দীর্ঘ সাক্ষাৎকার দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তত দিনে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক নির্দেশ দিয়েছেন তিনি। ওই আলাপচারিতায় বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজের ছোটবেলা থেকে এসএসসি মামলা— বিভিন্ন প্রসঙ্গে মন্তব্য করেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ওই সাক্ষাৎকারের বিষয় উত্থাপন করেন অভিষেকের আইনজীবী। যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘‘ওই ইন্টারভিউতে কী রয়েছে, তা আমাদের দেখা দরকার।’’

Advertisement

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি মামলায় হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। হাই কোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশনামায় বলা হয়েছিল, কুন্তল ঘোষের চিঠির বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারবেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সেই নির্দেশেও অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। সোমবার ছিল ওই মামলার শুনানি।

Advertisement
আরও পড়ুন