Road Accident

রাজারহাটে পথ দুর্ঘটনা, মৃত্যু এক জনের, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আরও এক

ওই গাড়ির দুই যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়ার পথে এক জনের মৃত্যু হয়। অন্য জনকে হাসপাতালে ভর্তি করানো হলেও তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২২ ১০:২৫
দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি রাজারহাট থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিল।

দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি রাজারহাট থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিল। প্রতীকী ছবি।

বৃহস্পতিবার সকালে কলকাতার উপকণ্ঠে ভয়াবহ দুর্ঘটনা। রাজারহাটে আকাঙ্ক্ষা মোড়ের কাছে কদমপুকুরে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। অন্য এক জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি রাজারহাট থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিল। আকাঙ্ক্ষা মোড়ের কাছে এক পণ্যবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই গাড়িটির। পণ্যবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লাগার পর অন্য গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইকো পার্ক থানার পুলিশ।

ওই গাড়ির দুই যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়ার পথে এক জনের মৃত্যু হয়। অন্য জনকে হাসপাতালে ভর্তি করানো হলেও তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে দাবি, পণ্যবাহী গাড়ির চালকের তেমন গাফিলতি ছিল না। অন্য গাড়িটির চালকের গাফিলতিতেই এই দুর্ঘটনা ঘটেছে।

Advertisement
আরও পড়ুন