Regent Park Incident

রিজেন্ট পার্কে দুই গোষ্ঠীর সংঘর্ষ, থামাতে গিয়ে মার খেল পুলিশই! ট্র্যাফিক গার্ডের সহকারী ওসি আহত

শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ রিজেন্ট পার্কে দুই গোষ্ঠীর বচসাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। ফলে রাস্তায় যান চলাচলেও সমস্যা হয়। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন ট্র্যাফিক গার্ডের এক সহকারী ওসি।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১২:৫৯
রিজেন্ট পার্কে ট্র্যাফিক পুলিশের উপর হামলার অভিযোগ।

রিজেন্ট পার্কে ট্র্যাফিক পুলিশের উপর হামলার অভিযোগ। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

খাস কলকাতায় আক্রান্ত পুলিশ। রিজেন্ট পার্কে দুই গোষ্ঠীর সংঘর্ষ ঠেকাতে গিয়ে এক পুলিশ আধিকারিক মার খেয়েছেন বলে অভিযোগ। তাঁকে রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। শুশ্রুষার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় ইতিমধ্যে তিন জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

Advertisement

শনিবার রাতে রিজেন্ট পার্ক থানা এলাকায় মালঞ্চ মোড়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। স্থানীয় সূত্রে খবর, এলাকায় ওই দুই গোষ্ঠীর মধ্যে আগেও ঝামেলা হয়েছে। শনিবার রাতে তাদের বচসাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। ওই সংঘর্ষের ফলে রাস্তায় যান চলাচলেও সমস্যা হয়। ঘটনাস্থলে দায়িত্বে ছিলেন কলকাতা পুলিশের ট্র্যাফিক গার্ডের সহকারী ওসি। দুই গোষ্ঠীর সংঘর্ষ দেখে তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন।

অভিযোগ, তিনি সংঘর্ষস্থলে পৌঁছলে তাঁর উপরেও হামলা হয়। মারধর করা হয় তাঁকে। আহত অবস্থায় তাঁকে রাতেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। পুলিশের কাজে বাধা, নিগ্রহের অভিযোগে ঘটনাস্থল থেকেই তিন জনকে আটক করে পুলিশ। রিজেন্ট পার্ক থানায় তাঁদের নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত তিনটি পৃথক মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে বলে আশ্বাসও দিয়েছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কী নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement
আরও পড়ুন