Kolkata Police

কলকাতা পুলিশের হাফ-ম্যারাথনে তোরণ ভেঙে দুর্ঘটনা, আহত অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মা

রেড রোডে কলকাতা পুলিশের হাফ-ম্যারাথন চলাকালীন দুর্ঘটনা। তোরণ ভেঙে আহত কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৪ ০৯:৩০
রেড রোডে কলকাতা পুলিশের হাফ-ম্যারাথন চলাকালীন দুর্ঘটনা।

রেড রোডে কলকাতা পুলিশের হাফ-ম্যারাথন চলাকালীন দুর্ঘটনা। —নিজস্ব চিত্র।

রেড রোডে কলকাতা পুলিশের ম্যারাথন চলাকালীন দুর্ঘটনা। তোরণ ভেঙে আহত কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

রবিবার সকাল থেকে রেড রোডে পুলিশের হাফ-ম্যারাথন শুরু হয়েছে। ম্যারাথনের সমাপ্তি পয়েন্টের কাছে একটি বড় তোরণ রাখা ছিল। সূত্রের খবর, সকালে দমকা হাওয়ায় ওই তোরণ আচমকা ভেঙে নিচে পড়ে যায়।

তোরণের সামনেই দাঁড়িয়েছিলেন মুরলীধর। তাঁর ঘাড়ে এসে পড়ে ভাঙা তোরণটি। এতে তাঁর মাথা এবং পিঠে চোট লেগেছে বলে খবর। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে মৌলালির ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে। সেখানেই চিকিৎসাধীন তিনি।

হাসপাতাল সূত্রে খবর, অতিরিক্ত পুলিশ কমিশনারের চোট তেমন গুরুতর নয়। তবে যে হেতু তাঁর মাথায় আঘাত লেগেছে, তাই তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রেড রোডে কলকাতা পুলিশের ম্যারাথনে শামিল হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি ১০ কিলোমিটার দৌড়ন। এ ছাড়া, সৌরভ গঙ্গোপাধ্যায়ও ম্যারাথনে দৌড়েছেন। ছিলেন আবীর চট্টোপাধ্যায়, দেব, ইশা সাহা-সহ টলিউডের একাধিক তারকা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ম্যারাথন পরিচালনার

Advertisement
আরও পড়ুন