ইতিহাস খুঁজতে এক পুরনো স্টুডিয়োয় বড়পর্দার বিনোদিনী। ছুঁয়ে দেখলেন বিনোদিনী দাসীর অতীত। ইতিহাসের সঙ্গে হাঁটলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। যে স্টুডিয়োয় একসময় বিনোদিনী দাসী গান রেকর্ড করেছিলেন, সেই স্টুডিয়োয় পৌঁছে স্মৃতি হাতড়ালেন তিনি। সঙ্গী একমাত্র আনন্দবাজার অনলাইন।