Tea for Hair Fall

গ্রিন টি, লিকার চায়ে চুমুক না দিয়ে চুলে মাখতে যাবেন কেন? কী উপকার হবে তাতে?

কেশচর্চা শিল্পীরা বলছেন, শীতকালে চুল পড়ার সমস্যায় ভোগেন অনেকেই। এই সমস্যার সমাধানে ঘরোয়া টোটকা হিসাবে চায়ের লিকার দারুণ কাজ করে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ২০:২১
Tea for Hair

চুলের যত্ন নেবে চা? ছবি: সংগৃহীত।

বাঙালির জীবনে চায়ের আলাদা একটা জায়গা রয়েছে। শীতের সকালে গরম ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক না দিলে যেমন দিনটা শুরুই হয় না, তেমনই সন্ধ্যায় বাড়ি ফিরে এক কাপ চায়ে চুমুক না দিলে ক্লান্তি কাটে না। আবার, চা বানানোর পর টি ব্যাগটি ডাস্টবিনে ফেলে দেওয়ার আগে চোখের তলায় দিয়ে রাখেন কিছু ক্ষণ। তবে চায়ের লিকার দিয়ে কেশচর্চার কথা অনেকেই হয়তো জানেন না। কেশচর্চা শিল্পীরা বলছেন, শীতকালে চুল পড়ার সমস্যায় ভোগেন অনেকেই। এই সমস্যার সমাধানে ঘরোয়া টোটকা হিসাবে চায়ের লিকার দারুণ কাজ করে।

Advertisement

চায়ের লিকারে কী এমন আছে?

১) চায়ে অ্যান্টিঅক্সিড্যান্টের পরিমাণ বেশি। বিশেষ করে তা যদি গ্রিন টি হয়, তা হলে তো কথাই নেই। এ ছাড়া চা পাতায় রয়েছে ক্যাটেচিন। এই উপাদানটি চুল ঝরার সঙ্গে সম্পর্কিত হরমোন ‘ডিএইচটি’ বা ডাইহাইড্রোটেস্টোস্টেরনের পরিমাণ কমাতে সাহায্য করে।

২) কফির মতো না হলেও ব্ল্যাক এবং গ্রিন, দুই ধরনের চায়েই ক্যাফিন রয়েছে। এই ক্যাফিন কিন্তু হেয়ার ফলিকলকে উদ্দীপিত করতে সাহায্য করে, যা নতুন চুল গজানোর পক্ষে সহায়ক।

৩) চা পাতায় রয়েছে পলিফেনল। চুলের গোড়ায় পুষ্টি জোগায় এবং মাথার ত্বকে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে এই উপাদানটি।

চা দিয়ে চুলের পরিচর্যা করবেন কী ভাবে?

গ্রিন, ল্যাভেন্ডার, ক্যামোমাইল কিংবা রোজ়মেরির ভেষজ দেওয়া চা চুলের জন্য ভাল। প্রথমে একটি পাত্রে জল ফুটিয়ে তার মধ্যে পছন্দ মতো যে কোনও একটি চা পাতা দিয়ে দিন। ফুটে গেলে ছেঁকে রাখুন। ঠান্ডা হলে শ্যাম্পু করার পর ওই জল দিয়ে চুল ধুয়ে নিতে হবে। চায়ের লিকার দিয়ে চুল ধুয়ে ফেলার পর আর মাথায় জল দেওয়া যাবে না।

Advertisement
আরও পড়ুন