Reshuffle in WB police

পুলিশে লবি নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভপ্রকাশের পরেই এসপি বদল বীরভূমে এবং পূর্ব বর্ধমানে

পুলিশে রদবদল নিয়ে শুক্রবারই নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। বীরভূম ছাড়াও পূর্ব বর্ধমানের এসপি বদল করা হয়েছে। সেই জেলায় এসপি করা হল আইপিএস সায়ক দাসকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ২০:০০
দুই জেলায় পুলিশ সুপার বদল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভপ্রকাশের পরেই।

দুই জেলায় পুলিশ সুপার বদল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভপ্রকাশের পরেই। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

মালদহে তৃণমূল নেতা খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রে বীরভূমের কয়েক জন আইসির কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। সেই জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়কে বদলি করা হল এ বার। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদীপকে। অন্য দিকে, রাজনারায়ণকে রাজ্য পুলিশের ট্র্যাফিকের এসপি করা হয়েছে।

Advertisement

পুলিশে রদবদল নিয়ে শুক্রবারই নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। বীরভূম ছাড়াও পূর্ব বর্ধমানের এসপি বদল করা হয়েছে। সেই জেলায় এসপি করা হল আইপিএস সায়ক দাসকে। তিনি সিআইডি স্পেশ্যাল সুপারিনটেন্ডেন্ট পদে ছিলেন।

প্রসঙ্গত, পুলিশবাহিনীর অন্দরের লবি নিয়ে কয়েক দিন আগেই উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। জানিয়ে দিয়েছিলেন, তিনি পুলিশে কোনও ‘লবি’ বরদাস্ত করবেন না। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘পুলিশে লবি বন্ধ করতে হবে। কোনও লবি চলবে না। যে কাজের লোক, তাকে নিতে হবে। অনেক সৎ পুলিশ অফিসার আছে, যারা খেটে খায়। তাদের দিকে নজর দিতে হবে।’’ সেই সূত্রে বেআইনি বালি খাদান, মাটি পাচার এবং পাথর পাচার নিয়েও মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল পুলিশ। বীরভূম জেলার নাম আলাদা করে উল্লেখ করেছিলেন তিনি। সেই জেলায় ‘অবৈধ কার্যকলাপ’ তৃণমূলের কথায় নয়, বিজেপির কথায় হচ্ছে, টাকা বিজেপির ফান্ডে ঢুকছে— এমন মন্তব্যও শোনা গিয়েছিল মমতার মুখে। তিনি জানিয়েছিলেন, দুবরাজপুর, মহম্মদবাজার বা সিউড়ির আইসি-রা কী করছেন, সে সব খবরই তাঁর কাছে রয়েছে। এর পরেই বীরভূমে পুলিশ সুপার পদে বদল।

Advertisement
আরও পড়ুন