Kolkata Medical College Hospital

‘ফেলো কড়ি পাও বেড’! মেডিক্যাল কলেজে দালাল চক্র? অভিযোগ নিতে নতুন ফর্ম চালুর সুপারিশ কমিটির

কলকাতা মেডিক্যাল কলেজে ‘বেড বিক্রি’র অভিযোগ। দালালচক্র আটকাতে হাসপাতালের অভ্যন্তরীণ তদন্ত কমিটি একটি ‘ফিডব্যাক ফর্ম’ তৈরির সুপারিশ করেছে। রোগীরা ওই ফর্মে অভিযোগ জানাতে পারবেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৭:৪১
হাসপাতালে টাকা নিয়ে শয্যা পাইয়ে দেওয়ার অভিযোগ।

হাসপাতালে টাকা নিয়ে শয্যা পাইয়ে দেওয়ার অভিযোগ। —ফাইল চিত্র।

মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালচক্রের সমস্যা মেটাতে নতুন সুপারিশ করল তদন্ত কমিটি। হাসপাতালে রোগী বা তাঁর পরিবারের লোকজনের জন্য নতুন একটি ফর্ম চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। ওই ফর্মের মাধ্যমে ‘বেড বিক্রি’ সংক্রান্ত অভিযোগ সহজেই জানাতে পারবেন রোগীর আত্মীয়েরা। অর্থাৎ, হাসপাতালের কোনও বিভাগে কোনও রোগীর কাছে টাকার বিনিময়ে শয্যা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে ফর্মের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। ‘বেড’ নিয়ে দুর্নীতি ঠেকাতে এই ফর্ম কাজে লাগবে, আশাবাদী জুনিয়র ডাক্তারেরা।

Advertisement

রাজ্যের বিভিন্ন হাসপাতালেই রোগীদের শয্যা পেতে সমস্যা হয় বলে অভিযোগ। কোনও কোনও ক্ষেত্রে দালালেরা টাকা চান রোগীর আত্মীয়দের কাছ থেকে। টাকা দিলে শয্যা পাওয়া যাবে বলে তাঁদের জানানো হয়। গরিব মানুষ অনেকেই সেই টাকা জোগাড় করে উঠতে পারেন না। ফলে শয্যাও পান না তাঁরা। কলকাতা মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার এবং চিকিৎসক পড়ুয়ারা এ নিয়ে হাসপাতালের অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়েছিলেন। তাঁদের অভিযোগ, হামেশাই রোগী বা তাঁর আত্মীয়েরা মৌখিক ভাবে তাঁদের কাছে ‘বেড বিক্রি’ নিয়ে অভিযোগ জানান। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি তৈরি হয়। জুনিয়র ডাক্তারেরাও সেই কমিটিতে ছিলেন। ওই কমিটির তরফেই ‘ফিডব্যাক ফর্ম’ চালু করার সুপারিশ করা হয়েছে।

মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের চিকিৎসক দীপময় ভট্টাচার্য বলেন, ‘‘আমাদের তদন্ত কমিটির তিন বার শুনানি হয়েছে। বেড বিক্রি নিয়ে রোগীর আত্মীয়দের কাছ থেকে প্রচুর মৌখিক অভিযোগ পাওয়া গিয়েছে। বেডের জন্য তাঁদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। কিন্তু থানায় বা হাসপাতালের সুপার অফিসে এ নিয়ে লিখিত কোনও অভিযোগ জমা পড়েনি। তবে তার মানেই যে এই সমস্যার অস্তিত্ব নেই, তা নয়। কমিটিও তা স্বীকার করেছে। এই ধরনের ঘটনাগুলি ঘটে থাকে। যে রোগীর আইসিইউ বেড দরকার, অনেক সময়ে তিনি হয়তো জেনারেল বেডও পান না। এর জন্য স্বচ্ছতা প্রয়োজন। স্বচ্ছ ভাবে কোথায় কত বেড খালি আছে, তা দেখে হাসপাতালের বাইরে বোর্ডে তা ঝোলাতে হবে। দালাল সমস্যা আটকাতে আমাদের প্রস্তাব ফিডব্যাক ফর্ম। সাধারণ কিছু প্রশ্ন রেখে সরল ভাষায় ফর্ম তৈরি করতে হবে। রোগীরা কোথায় কত দ্রুত পরিষেবা পেয়েছেন, বেডের জন্য তাঁদের কাছে পয়সা চাওয়া হয়েছিল কি না, ইত্যাদি ফর্মের মাধ্যমে তাঁরা জানাবেন। অভিযোগগুলি আলাদা আলাদা ভাবে খতিয়ে দেখা হবে। রোগীদের বেডের জন্য যাতে ঘুরতে না হয়, তাই আমাদের এই প্রস্তাব।’’

কলকাতা মেডিক্যাল কলেজে বসেছে শয্যা সংক্রান্ত বিশেষ বোর্ড।

কলকাতা মেডিক্যাল কলেজে বসেছে শয্যা সংক্রান্ত বিশেষ বোর্ড। —নিজস্ব চিত্র।

জুনিয়র ডাক্তারদের দাবি মেনেই মেডিক্যাল কলেজে বৃহস্পতিবার বসানো হয়েছে বিশেষ বোর্ড। হাসপাতালের কোন বিভাগে কত বেড খালি আছে, তার তথ্য ওই বোর্ডে দেখতে পাবেন সকলে। স্বাস্থ্য দফতরের তরফে অন্য অনেক হাসপাতালেই এই ধরনের বোর্ড বসানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন