Supreme Court Hearing on R G Kar Incident

সিভিক ভলান্টিয়ার নিয়ে তিন দিন আগেই রিপোর্ট দিয়েছে রাজ্য, বিষয়টি উঠলেও হল না শুনানি

সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী রিপোর্ট জমা দিয়েছে ন্যাশনাল টাস্ক ফোর্স। ওই রিপোর্ট সব রাজ্যের মুখ্যসচিবকে পাঠানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। পরামর্শ থাকলে দিতে পারবেন মুখ্যসচিবেরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৮:৪৬
সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার হল আরজি কর মামলার শুনানি। বাঁ দিক থেকে বিচারপতি জেবি পারদিওয়ালা, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র।

সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার হল আরজি কর মামলার শুনানি। বাঁ দিক থেকে বিচারপতি জেবি পারদিওয়ালা, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র। ছবি: সংগৃহীত।

সংক্ষেপে
সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার আরজি কর মামলার সপ্তম শুনানি হল। আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার তদন্তের অন্তর্বর্তী রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে মামলার তদন্ত চালিয়ে নিয়ে যেতে বলেছে প্রধান বিচারপতির বেঞ্চ। হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় সিভিক ভলান্টিয়ার দিয়ে নিরাপত্তার দায়িত্ব সামলানোর বিষয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার। নির্দেশ মেনে সেই প্রশ্নের জবাব হলফনামা আকারে জমা দিয়েছে রাজ্য। যদিও বিষয়টি বৃহস্পতিবার শুনানির জন্য ওঠেনি। ১০ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করবেন চন্দ্রচূড়। আগামী ৯ এবং ১০ তারিখ যথাক্রমে শনি ও রবিবার হওয়ায় শুক্রবারই শেষ বার তাঁর বেঞ্চ বসবে। সেই ভাবে দেখলে, বৃহস্পতিবারই শেষ বার আরজি কর মামলা শুনলেন চন্দ্রচূড়। এর আগে প্রথমে বুধবার এবং পরে বৃহস্পতিবার মামলাটির শুনানির কথা থাকলেও শেষ পর্যন্ত তা শোনা হয়নি। উল্লেখ্য, আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসার পর প্রধান বিচারপতিই স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলা গ্রহণ করেছিলেন।
আরও
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৫:৪৭ key status

হল না শুনানি

হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় সিভিক ভলান্টিয়ার দিয়ে নিরাপত্তার দায়িত্ব সামলানোর বিষয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার। এই নিয়ে প্রধান বিচারপতি বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন। সেই প্রশ্নের জবাব হলফনামার আকারে জমা দেওয়ার কথা ছিল রাজ্যের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তিন দিন আগে হলফনামা জমা দিয়েছিল রাজ্য। বৃহস্পতিবার বিষয়টি সুপ্রিম কোর্টে উত্থাপিত হলেও শুনানি হয়নি। 

timer শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৫:৩৫ key status

সিভিক ভলান্টিয়ার নিয়ে রিপোর্ট

প্রধান বিচারপতি বলেন, ‘‘সিভিক ভলান্টিয়ার নিয়ে আমাদের কাছে পশ্চিমবঙ্গ সরকারের রিপোর্ট জমা পড়েছে। বৃহস্পতিবার এই বেঞ্চে অন্য মামলাও রয়েছে। তাই পরবর্তী দিন এই নিয়ে শুনানি হবে।’’

Advertisement
timer শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৫:৩৪ key status

ধমক দিলেন প্রধান বিচারপতি

এক আইনজীবী বলেন, ‘‘পশ্চিমবঙ্গের মানুষ বিচার ব্যবস্থার উপর থেকে আস্থা হারাচ্ছেন।’’ প্রধান বিচারপতি বলেন, ‘‘আপনি কার হয়ে সওয়াল করছেন? শুনে মনে হচ্ছে, কোর্টে এখন ক্যান্টিনের মতো গল্প চলছে।’’  

timer শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৫:২৮ key status

‘বিচার শুরু হতে দিন’

প্রধান বিচারপতি বলেন, ‘‘বিচার শুরু হতে দিন।’’ এই প্রসঙ্গে তিনি জানান যে, মণিপুর থেকেও বেশ কিছু মামলা সরানো হয়েছিল। 

Advertisement
timer শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৫:২৭ key status

আইনজীবীর আর্জি

এক আইনজীবী আর্জি সুপ্রিম কোর্টে জানান, পশ্চিমবঙ্গের বাইরে এই মামলার শুনানি করা হোক।

timer শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৫:২৫ key status

ট্রায়াল বিচারকের ক্ষমতা স্মরণ করালেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি বলেন, ‘‘আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনায় চার্জশিট দেওয়া হয়েছে। চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রায়াল বিচারকের যথেষ্ট ক্ষমতা রয়েছে পুনরায় তদন্ত নিয়ে নির্দেশ দেওয়ার, তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার।’’

Advertisement
timer শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৫:২১ key status

তদন্ত নিয়ে আইনজীবীর অভিযোগ

আরজি কর-কাণ্ডে একাধিক জনস্বার্থ মামলা হয়েছিল। এক জন মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘‘ঘটনার পর ৯০ দিন কেটে গিয়েছে। তদন্তে কোনও অগ্রগতি নেই।’’

timer শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৫:১৪ key status

রিপোর্ট যাবে বিশ্ববিদ্যালয়ে

প্রধান বিচারপতি জানান, জাতীয় টাস্ক ফোর্সের এই রিপোর্ট রাজ্যের মুখ্যসচিবেরা সব মেডিক্যাল কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে পাঠাবেন। 

timer শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৫:১২ key status

জুনিয়র ডাক্তারদের আইনজীবীর সওয়াল

জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ সওয়াল করে বলেন, ‘‘বিভিন্ন মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের এই টাস্ক ফোর্সে রাখা না হলে জাতীয় টাস্ক ফোর্স যে কারণে গঠিত হয়েছে, সেই কাজ সঠিক ভাবে হবে না।’’

timer শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৫:০২ key status

রিপোর্ট দিল ন্যাশনাল টাস্ক ফোর্স

আরজি করের ঘটনার পর চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়ে ১১ সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠন করে দিয়েছিল শীর্ষ আদালত। টাস্ক ফোর্সের মূল লক্ষ্য হবে— চিকিৎসা পরিষেবায় যুক্ত নারী-পুরুষদের উপরে হিংসার ঘটনা রোধ এবং লিঙ্গ-বৈষম্য দূর করা, হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা। তা নিশ্চিত করতে কেন্দ্রকে পরামর্শ দিতে বলেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার অন্তর্বর্তী রিপোর্ট জমা দিল জাতীয় টাস্ক ফোর্স। ওই রিপোর্ট সব রাজ্যের মুখ্য সচিবকে পাঠানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। মুখ্যসচিবেরা ওই রিপোর্ট দেখে কোনও পরামর্শ থাকলে দিতে পারবেন। তারা ‘স্টেক হোল্ডার’-দের থেকে পরামর্শ নিতে পারবেন। রিপোর্টে দু’টি প্রস্তাব দিয়েছে জাতীয় টাস্ক ফোর্স। এক, যৌন হেনস্থা রোখা এবং দুই,  শারীরিক হেনস্থা বন্ধের বিষয়ে পরামর্শ দিয়েছে তারা।  টাস্ক ফোর্স এ-ও প্রস্তাব দিয়েছে যে, এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নিতে হবে। 

timer শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৪:৫৮ key status

‘রাজ্য চায়, আসল দোষী শাস্তি পাক’

রাজ্যের আইনজীবী কপিল সিবাল বলেন, ‘‘দ্রুত যাতে তদন্ত শেষ হয়, তা নিশ্চিত করা হোক। আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় চার্জ গঠন হয়েছে। রাজ্য চায়, আসল দোষী যাতে শাস্তি পাক।’’ 

timer শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৪:৫৬ key status

তদন্ত চালাবে সিবিআই

সুপ্রিম কোর্ট জানিয়েছে, তদন্ত চালিয়ে নিয়ে যাবে সিবিআই। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। 

timer শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৪:৫০ key status

স্টেটাস রিপোর্ট পড়ছেন তিন বিচারপতি

আরজি কর-কাণ্ডের তদন্ত নিয়ে সিবিআই ষষ্ঠ স্টেটাস রিপোর্ট জমা দিল। সেই রিপোর্ট পড়ছেন তিন বিচারপতি।

timer শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৪:৪৮ key status

শুরু হল শুনানি

শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সিবিআইয়ের থেকে তদন্তের স্টেটাস রিপোর্ট দেখতে চাইলেন। 

timer শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৪:৪২ key status

কিছু ক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে

পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আরজি কর মামলার শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে।

timer শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৪:৩০ key status

বসল প্রধান বিচারপতির বেঞ্চ

সুপ্রিম কোর্টে বসল প্রধান বিচারপতির বেঞ্চ। 

timer শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৪:১৬ key status

মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ

সুপ্রিম কোর্টে আরজি কর মামলা শুনবে প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। 

timer শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৪:০৬ key status

শুরু হবে শুনানি

সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার আরজি কর মামলার শুনানি শুরু হতে চলেছে। এজলাসে উপস্থিত হয়েছেন আইনজীবীরা। 

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১৪:৪৫ key status

কত দূর ব্যবস্থা?

আগের শুনানিতে রাজ্য সরকার জানিয়েছিল, হাসপাতালে রোগীকল্যাণ সমিতি পুনর্গঠন করছে তারা। সেই সঙ্গে হাসপাতালের কাজকর্মে আরও স্বচ্ছতা আনতে ‘সার্বিক হাসপাতাল পরিচালন ব্যবস্থা’ (ইন্টিগ্রেটেড হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম) চালু করা হচ্ছে বলেও জানানো হয়েছিল। সেই ব্যবস্থার মধ্যে রয়েছে— অনলাইনে ওপিডি টিকিট বুকিং, ই-প্রেসক্রিপশন, অনলাইন রেফারাল সিস্টেম। সেই প্রক্রিয়া কত দূর এগোল, তা বৃহস্পতিবারের শুনানিতে রাজ্য সরকারকে জানাতে হবে সুপ্রিম কোর্টে। 

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১৪:৪৩ key status

হলফনামা দেবে রাজ্য

হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় সিভিক ভলান্টিয়ার দিয়ে নিরাপত্তার দায়িত্ব সামলানোর বিষয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার। সিভিক ভলান্টিয়ার নিয়োগকে ‘রাজনৈতিক স্বজনপোষণের সুন্দর পন্থা’ আখ্যা দিয়ে ছ’টি প্রশ্ন তুলেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সেই প্রশ্নগুলির জবাব বৃহস্পতিবার হলফনামা আকারে দিতে হবে রাজ্যকে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন