Kolkata Airport Fire

কলকাতা বিমানবন্দরে আগুন, আতঙ্কে যাত্রীরা, আধ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনল দমকল

দমকল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বিমানবন্দর থেকে বেরোনোর ৩-এ গেটের কাছে হঠাৎ আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় গোটা চত্বর। সব মিলিয়ে দমকলের ৯টি ইঞ্জিন আধ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০২৩ ২১:৪৬
Fire catches at Kolkata Airport

কলকাতা বিমানবন্দরের ৩-এ গেটের কাছে আগুন। —নিজস্ব চিত্র।

হঠাৎই আগুন লেগে গেল কলকাতা বিমানবন্দরে। দমকল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৯টা ১২ মিনিট নাগাদ বিমানবন্দর থেকে বেরোনোর ৩-এ গেটের কাছে হঠাৎ আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় গোটা চত্বর। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা। বিমানবন্দরের পাঁচটি এবং দমকলের চারটি ইঞ্জিন আধ ঘণ্টা চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে যায় আরও দু’টি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দলও।কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এখনও সরকারি ভাবে পর্যন্ত আগুন লাগার কোনও কারণ জানাননি। তবে সূত্রের খবর, যাত্রীদের সামগ্রী বহনের ‘কনভেয়ার বেল্ট’-এ কোনও ভাবে শর্টসার্কিট হয়ে আগুন লেগে থাকতে পারে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ৯টা ২০ নাগাদ বিমানবন্দর থেকে বেরোনোর ৩-এ গেটের কাছে চেকিংয়ের জায়গায় ১৬ নম্বর ডিপার্চার কাউন্টারের পাশ থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখা যায়। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্বরে।

রাত ১০টা নাগাদ বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, বুধবার রাত ৯টা ১২ মিনিট নাগাদ বিমনবন্দরের ‘চেক ইন’ এলাকার ‘ডি’ পোর্টালে আগুন লাগে। সমস্ত যাত্রীদের নিরাপদ স্থান সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগুন লাগার ফলে বিমানবন্দরে ভিতরে ধোঁয়ায় ভরে গিয়েছে। ফলে, ‘চেক ইন’ প্রক্রিয়া আপাতত বন্ধ রাখা হয়েছ। তারা আরও জানিয়েছেন, রাত ৯টা ৪০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। রাত সওয়া ১০টা থেকে ‘চেক ইন’ প্রক্রিয়া ফের শুরু করা হবে বলেও জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement