Hypersonic Missile

ভারতের সামরিক বাহিনীর হাতে নতুন অস্ত্র! সফল নতুন দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ

হাইপারসনিক মিসাইল হল অত্যন্ত দ্রুত গতির একটি ক্ষেপণাস্ত্র, যা শব্দের চেয়ে পাঁচ গুণ গতিতে ছুটে চলতে সক্ষম। নামে হাইপারসনিক হলেও বিশ্লেষকেরা বলছেন, হাইপারসনিক অস্ত্রের প্রধান বৈশিষ্ট্য গতি নয়, বরং হামলার অনন্য সক্ষমতা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১০:৩১
India successfully tests first long-range hypersonic missile

ওড়িশার উপকূল থেকে সফল ভাবে উৎক্ষেপণ ভারতের নতুন দূরপাল্লার হাইপারসনিক মিসাইল। ছবি: এক্স (সাবেক টুইটার)।

ভারতের মাটিতে নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল। যা দেশের সামরিক শক্তিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে বলে আশাবাদী সামরিক বিশেষজ্ঞরা। এই ক্ষেপণাস্ত্র ১৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে সহজে। সঙ্গে চাপিয়ে দেওয়া যাবে যে কোনও ধরনের পেলোড! ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও) শনিবার ওড়িশার উপকূল থেকে সফল ভাবে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করে। ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রভান্ডারে কয়েক দিনের মধ্যেই শোভা পাবে নতুন দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি।

Advertisement

হাইপারসনিক মিসাইল হল অত্যন্ত দ্রুত গতির একটি ক্ষেপণাস্ত্র, যা শব্দের চেয়ে পাঁচ গুণ গতিতে ছুটে চলতে সক্ষম। নামে হাইপারসনিক হলেও বিশ্লেষকেরা বলছেন, হাইপারসনিক অস্ত্রের প্রধান বৈশিষ্ট্য গতি নয় বরং হামলার অনন্য ক্ষমতা। ডিআরডিও জানিয়েছে, ভারতের নতুন দূরপাল্লার মিসাইলটি একাধিক ডোমেনে পরীক্ষা করা হয়েছে। বিভিন্ন রেঞ্জের সিস্টেম ব্যবহার করেই নতুন মিসাইলের পরীক্ষা সক্ষম হয়েছে।

ডঃ এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সের গবেষণাগারে ভারতীয় প্রযুক্তি ব্যবহার করে নতুন ক্ষেপণাস্ত্রটি তৈরি হয়। সহযোগিতায় ছিল ডিআরডিও। সফল উৎক্ষেপণের পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এই উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি মনে করেন, নতুন ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের মধ্যে দিয়েই ভারত নতুন মাইলফলক ছুঁয়েছে। উল্লেখ্য, বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের কাছে রয়েছে এ ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। শনিবারের পর ভারতও সেই তালিকায় নাম লেখাল।

আরও পড়ুন
Advertisement