RG Kar Medical College

আরজি করে অ্যাকাডেমি বিল্ডিংয়ে আগুন, বিপত্তি ‘হট এয়ার ওভেন’ থেকে

হাসপাতালের তরফে আগুন নেভানোর কাজ শুরু হয়। খবর দেওয়া হয় দমকলে। দমকল বাহিনীর দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৪:৩০
বৃহস্পতিবার দুপুর ১২টার কিছু পরে হাসপাতালের অ্যাকাডেমি বিল্ডিংয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ‘হট এয়ার ওভেন’-এ আগুন ধরে যায়।

বৃহস্পতিবার দুপুর ১২টার কিছু পরে হাসপাতালের অ্যাকাডেমি বিল্ডিংয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ‘হট এয়ার ওভেন’-এ আগুন ধরে যায়। — ফাইল চিত্র।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যাকাডেমি বিল্ডিংয়ে আগুন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টার কিছু পরে ওই বিল্ডিংয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ‘হট এয়ার ওভেন’-এ আগুন ধরে যায়। হাসপাতালের তরফে আগুন নেভানোর কাজ শুরু হয়। খবর দেওয়া হয় দমকলে। দমকল বাহিনীর দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় কেউ হতাহত হননি।

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে মাইক্রোবায়োলজি বিভাগে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই বিভাগে পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি ওভেন ব্যবহার করা হয়। তাতে আগুন লেগে বিপত্তি। বৈদ্যুতিক গোলযোগের কারণে বিস্ফোরণ হয়ে আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

গত কয়েক দিন ধরে বার বার কলকাতার বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা প্রকাশ্যে এসেছে। এই নিয়ে নাগরিকদের সচেতনতার অভাবের অভিযোগ যেমন উঠেছে, তেমনই প্রশাসনের দিকেও আঙুল উঠেছে। গত রবিবার হাওড়া ফুলের বাজারের কাছে দোকানে আগুন লেগে যায়। তার আগে কালিকাপুরে বাইপাসের ধারে বস্তিতে, উল্টোডাঙার ঝুপড়িতে আগুন লাগে। লালবাজার সূত্রে খবর, নভেম্বরের শেষ ১৫ দিনে কলকাতা পুলিশ এলাকায় ২৫টি অগ্নিকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়েছে।

Advertisement
আরও পড়ুন