dengue death

ডেঙ্গিতে মৃত্যু বেলেঘাটা আইডি হাসপাতালের সহকারী সুপারের! প্লেটলেট দিয়েও ফল মিলল না

বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রের খবর, ডেঙ্গি সংক্রমিত হওয়ায় গত ১ নভেম্বর সহকারী সুপার অনির্বাণ হাজরাকে ভর্তি করানো হয়েছিল। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২২ ১৩:৪০
ডেঙ্গিতে মৃত বেলেঘাটা আইডি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার অনির্বাণ হাজরা।

ডেঙ্গিতে মৃত বেলেঘাটা আইডি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার অনির্বাণ হাজরা। ছবি: সংগৃহীত।

ডেঙ্গির হানায় আবার মৃত্যু শহরে। এ বার ডেঙ্গির বলি বেলেঘাটা আইডি হাসপাতালের সহকারী সুপার। শুক্রবার সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় অ্যাসিস্ট্যান্ট সুপার অনির্বাণ হাজরার। হাওড়ার বাসিন্দা ওই স্বাস্থ্য আধিকারিকের বয়স হয়েছিল ৪২।

বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রের খবর, ডেঙ্গি সংক্রমিত হওয়ায় গত ১ নভেম্বর অনির্বাণকে ভর্তি করানো হয়েছিল সেখানে। ডেঙ্গি চিকিৎসাবিধি মেনেই শুরু হয় চিকিৎসা। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। প্লেটলেট নেমে আসে ১৬ হাজারে। এর পর প্লেটলেট ট্রান্সফিউশনের পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

Advertisement

শুক্রবার সকালে ফের অনির্বাণের শারীরক পরিস্থিতি খারাপ হয়। হৃদ্‌যন্ত্র এবং রক্তচাপজনিত সমস্যা দেখা দেখা দেয়। দ্রুত তাঁকে সিসিইউতে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হলেও প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। আইডি হাসপাতালের একটি সূত্র জানাচ্ছে, কোভিড পরিস্থিতিতেও গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন অনির্বাণ। দীর্ঘ চিকিৎসার পরে সুস্থ হয়ে উঠেছিলেন। গত ভাইফোঁটার সময় তাঁর মেয়ের শরীরে প্রথম ডেঙ্গি সংক্রমণ চিহ্নিত হয়েছিল।

আরও পড়ুন
Advertisement