কলকাতা বিশ্ববিদ্যালয়। —ফাইল চিত্র।
এক অধ্যাপকের জন্মদিন উপলক্ষে জাতীয় স্তরের সেমিনার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এই আয়োজনে বিতর্ক ছড়িয়েছে। সূত্রের খবর, শেষ পর্যন্ত অন্তর্বর্তী উপাচার্যের হস্তক্ষেপে সেমিনারে উপলক্ষের উল্লেখ থাকছে না।
রসায়ন বিভাগের অধ্যাপক আশুতোষ ঘোষের ৬৫ বছরের জন্মদিন উপলক্ষে জাতীয় স্তরের ওই সেমিনারের আয়োজন করা হয়েছিল। আজ, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রাজাবাজার সায়েন্স কলেজ ক্যাম্পাসের মেঘনাদ সাহা অডিটোরিয়ামে সেই সেমিনার হচ্ছে। তবে, আশুতোষের জন্মদিনই যে সেটির উপলক্ষ, সেমিনারে তার উল্লেখ থাকছে না। আশুতোষ শুধু রসায়ন বিভাগের অধ্যাপক নন, তিনি হুগলির রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যও। আগে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।
বৃহস্পতিবার বিষয়টি নিয়ে জানতে চাইলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে জানান, রসায়ন বিভাগ থেকে সব কিছু ঠিক করে তাঁকে এই সেমিনারে প্রধান অতিথি হওয়ার অনুরোধ জানানো হয়। অনুরোধ হিসাবে যে চিঠি দেওয়া হয়, তাতে আশুতোষের ছবি-সহ তাঁর ৬৫তম জন্মদিন উপলক্ষেই যে ওই জাতীয় স্তরের সেমিনার হতে চলেছে, তারও উল্লেখ ছিল। শান্তা সংশ্লিষ্ট শিক্ষকদের ডেকে জানান, এটা হতে পারে না। তিনি বলেন, ‘‘অভূতপূর্ব কাণ্ড হতে যাচ্ছিল। আমি আপত্তি করার পরে তা বন্ধ হয়েছে। আমাকে রসায়ন বিভাগ থেকে বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করে চিঠিও দেওয়া হয়েছে। তবে, সেমিনার হবে। এর জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে অর্থ মঞ্জুর করা হয়েছে।’’
যাঁকে নিয়ে এত বিতর্ক, সেই আশুতোষ এ দিন জানালেন, সামনেই তাঁর অবসর। সেই উপলক্ষেই এই সেমিনারের আয়োজন করা হয়েছে। এর আগেও অন্য অধ্যাপকদের অবসর নেওয়ার সময়ে এমন হয়েছে। তবে তাঁর মতে, ৬৫তম জন্মদিন উপলক্ষে না লিখে অবসর উপলক্ষে লিখলে ভাল হত। অনুষ্ঠানটি সম্পূর্ণ ভাবে অ্যাকাডেমিক। তিন জন বক্তা তাঁর প্রাক্তন ছাত্র।