বেতন এবং পেনশনের টাকা বিশ্ববিদ্যালয়কে জোগাড় করতে হয়েছে। —ফাইল চিত্র।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী, আধিকারিকদের গত ডিসেম্বর মাসের বেতন এবং পেনশনের টাকা এখনও রাজ্য সরকার দেয়নি। পুরো বেতন এবং পেনশনের টাকা বিশ্ববিদ্যালয়কে জোগাড় করতে হয়েছে। বুধবার এমনই অভিযোগ করল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি (জুটা)। জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায়ের বক্তব্য, এমনিতেই বিশ্ববিদ্যালয় চরম অর্থসঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। বকেয়া ন্যায্য টাকা সরকারের কাছ থেকে বিশ্ববিদ্যালয় পাচ্ছে না। তার মধ্যে ডিসেম্বর মাসের বেতন এবং পেনশনের টাকা বিশ্ববিদ্যালয়কে জোগাড় করতে হয়েছে।
উচ্চশিক্ষা দফতরের এক শীর্ষ আধিকারিক অবশ্য জানিয়েছেন, নিয়ম অনুযায়ী এই বিষয়ে রিকুইজ়িশন দিতে হয়। সেই ক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডিসেম্বর মাসের জন্য যে টাকা চাওয়া হয়েছিল, তাতে ‘অন্যান্য খাতে’ চাওয়া টাকার যথাযথ ব্যাখ্যা দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে ইতিমধ্যেই ব্যাখ্যা চেয়ে উত্তর জেনেছে উচ্চশিক্ষা দফতর। কয়েক দিনের মধ্যে পুরো টাকা বিশ্ববিদ্যালয়কে দিয়ে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ দিন বলেন, ‘‘বিষয়টি জানি না। অবশ্যই খোঁজ নিয়ে দেখতে হবে। এ নিয়ে সমস্যা হবে বলে মনে হয় না।’’