Gautam Gambhir

কোচ গম্ভীরকে নিয়ে লেগে গেল কেকেআরের বর্তমান এবং প্রাক্তনীর

প্রথম জন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিয়াওরি, দ্বিতীয় জন সেই দলের বর্তমান ক্রিকেটার হর্ষিত রানা। গম্ভীরকে নিয়ে দুই মেরুতে কেকেআরের প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ২১:৪৪
Gautam Gambhir

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

এক জন গৌতম গম্ভীরের নেতৃত্বে খেলেছেন। অন্য জন খেলছেন তাঁর প্রশিক্ষণে। প্রথম জন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিয়াওরি, দ্বিতীয় জন সেই দলের বর্তমান ক্রিকেটার হর্ষিত রানা। গম্ভীরকে নিয়ে দুই মেরুতে কেকেআরের প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটার।

Advertisement

কেকেআরের আইপিএল জয়ী দলের সদস্য ছিলেন মনোজ। বাংলার প্রাক্তন অধিনায়ক সেই সময় খেলতেন গম্ভীরের নেতৃত্বে। সেই গম্ভীর সম্পর্কে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মনোজ বলেন, “গম্ভীর দু’মুখো। ও যা বলে, তা করে না। ভারতীয় দলে বোলিং কোচের দরকার কি? কোচ যা বলে মর্নি মর্কেল তাই করে। সেটা লখনউ সুপার জায়ান্টসের সময় থেকেই। অভিষেক নায়ার ছিল কলকাতা নাইট রাইডার্সে। সেখানেও গম্ভীরের সঙ্গে ছিল ও। গম্ভীর জানে এরা কেউ ওর বিরুদ্ধে কথা বলবে না।”

মনোজ যখন গম্ভীরকে নিয়ে প্রশ্ন তুলছেন তখন কোচের পাশে দাঁড়াচ্ছেন হর্ষিত। তিনি সমাজমাধ্যমে লেখেন, “কারও উপর ব্যক্তিগত রাগ রয়েছে বলে তার সমালোচনা করা উচিত নয়। গৌতি ভাই নিজের থেকে বেশি দলের কথা ভাবে। সব সময় ক্রিকেটারদের পাশে থাকে ও। বহু বার সেটা দেখা গিয়েছে। ও জানে কী ভাবে ম্যাচ ঘোরাতে হয়।”

হর্ষিতের মতো গম্ভীরের পাশে রয়েছেন নীতীশ রানা। তিনিও এক সময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতেন। নীতীশ বলেন, “সমালোচনা হওয়া উচিত তথ্যের উপর নির্ভর করে, ব্যক্তিগত আক্রোশের কারণে নয়। গৌতি ভাইয়ের মতো নিঃস্বার্থ ক্রিকেটার আমি দেখিনি। কঠিন সময়ে ও সব দায় নিজের কাঁধে নিয়ে নেয়। পারফরম্যান্স করলে পিআর দরকার হয় না। ট্রফি কথা বলে।” উল্লেখ্য, হর্ষিত এবং নীতীশ দিল্লির ক্রিকেটার। যে রাজ্যের হয়ে এক সময় খেলতেন গম্ভীরও। তিন জনের জন্ম একই রাজ্যে।

Advertisement
আরও পড়ুন