Drowning Death

পোষা কাকাতুয়া জলে! বাঁচাতে গিয়ে ঝাঁপ দিলেন যুবকও, চন্দ্রকোনায় দিনভর তল্লাশি, উদ্ধার দেহ

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার গ্রামে পোষা কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হয়েছে এক যুবকের। কাকাতুয়াদের তিনি স্নান করানোর জন্য জলের কাছে নিয়ে গিয়েছিলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ২১:৫২
(বাঁ দিকে) পোষা কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে পুকুরে (ডান দিকে) ডুবে মৃত্যু হয়েছে যুবকের।

(বাঁ দিকে) পোষা কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে পুকুরে (ডান দিকে) ডুবে মৃত্যু হয়েছে যুবকের।

পোষা কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হল যুবকের। কাকাতুয়ার খাঁচা নিয়ে পুকুরের জলে তাদের স্নান করাতে গিয়েছিলেন তিনি। একটি পাখি উড়ে খাঁচা থেকে বেরিয়ে পুকুরের দিকে চলে যায়। তাঁকে বাঁচাতে পুকুরে নামেন যুবক। কিন্তু অসাবধানতায় সেই জলে তিনি তলিয়ে যান বলে খবর। বৃহস্পতিবার সকালের এই ঘটনার পর সারা দিন ধরে পুকুরে তল্লাশি অভিযান চলে। সন্ধ্যায় যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। বাঁচানো যায়নি তাঁর শখের কাকাতুয়াকেও।

Advertisement

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জারা গ্রামের রুইদাসপাড়া এলাকায় ঘটনা। মৃতের নাম শ্রীরাম রুইদাস (৩৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’টি কাকাতুয়া পুষতেন তিনি। খাঁচায় রাখতেন তাদের। বৃহস্পতিবার পাখি দু’টিকে স্নান করানোর জন্য বাড়ির সামনে পুকুরের ধারে নিয়ে এসেছিলেন। সেই সময়ে আচমকা একটি পাখি উড়ে যায়। তাকে ধরতে পুকুরে নামেন যুবক। পুকুরের ধার ঘেঁষে বেশ কিছু দূর এগিয়ে যান। কিন্তু আচমকা স্থানীয়েরা দেখেন, যুবক জলে হাবুডুবু খাচ্ছেন।

যুবককে বাঁচাতে স্থানীয়েরা জলে নামেন। কিন্তু তাঁকে আর দেখতে পাওয়া যায়নি। তত ক্ষণে যুবক তলিয়ে গিয়েছিলেন। তাঁর বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে পুলিশও। পুকুরে সকালেই শুরু হয় তল্লাশি। সন্ধ্যায় যুবকের দেহ উদ্ধার করা হয় ওই পুকুর থেকেই। মেলে তাঁর পোষা কাকাতুয়ার দেহও।

গ্রামের এক বাসিন্দা জানিয়েছেন, পাখিটিকে ধরতে গিয়ে জলে তলিয়ে গিয়েছেন যুবক। তিনি নেশা করেছিলেন বলেই স্থানীয়দের ধারণা। পুলিশ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Advertisement
আরও পড়ুন