Panagarh Accident Case

সুতন্দ্রা মৃত্যু মামলায় রাজ্যের কাছে কেস ডায়েরি চাইল কলকাতা হাই কোর্ট! পরবর্তী শুনানি হবে এপ্রিলে

গত ২৪ ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানে পানাগড়ে ‘গাড়ি দুর্ঘটনা’য় মৃত্যু হয় হুগলির চন্দননগরের বাসিন্দা সুতন্দ্রার। তদন্তে পুলিশের দাবি, ওই তরুণীর গাড়ি একটি সাদা গাড়িকে ধাওয়া করেছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৭:২৯
সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু মামলায় রাজ্যের কাছে কেস ডায়েরি তলব হাই কোর্টের।

সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু মামলায় রাজ্যের কাছে কেস ডায়েরি তলব হাই কোর্টের। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

পূর্ব বর্ধমানের পানাগড়ের ঘটনায় কেস ডায়েরি চাইল কলকাতা হাই কোর্ট। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার ও নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় ‘উপযুক্ত তদন্ত’ চেয়ে আদালতের দ্বারস্থ হন মা তনুশ্রী চট্টোপাধ্যায়। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সংশ্লিষ্ট মামলাটি ওঠে। তিনি পরবর্তী শুনানির দিন রাজ্যকে কেস ডায়েরি জমা দিতে বলেছেন। আগামী এপ্রিল মাসে মামলার পরবর্তী শুনানি।

Advertisement

গত ২৪ ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানে পানাগড়ে ‘গাড়ি দুর্ঘটনা’য় মৃত্যু হয় হুগলির চন্দননগরের বাসিন্দা সুতন্দ্রার। তদন্তে পুলিশের দাবি, ওই তরুণীর গাড়ি একটি সাদা গাড়িকে ধাওয়া করেছিল। দুটি গাড়ির রেষারেষিতে দুর্ঘটনা হয়। সুতন্দ্রাদের গাড়ি উল্টে গেলে ঘটনাস্থলে মৃত্যু হয় তরুণীর। ওই ঘটনায় সুতন্দ্রার গাড়িচালক রাজদেও শর্মা গ্রেফতার হন তনুশ্রীর অভিযোগের ভিত্তিতে। সাদা গাড়িটির চালক তথা মালিক বাবলু যাদবকে কাঁকসা থানার পুলিশ গ্রেফতার করেছিল আগেই। কিন্তু শুরু থেকেই পুলিশি তদন্তে সন্তুষ্ট ছিলেন না সুতন্দ্রার মা তনুশ্রী। তাঁর দাবি, ‘‘কিছু একটা লুকনো হচ্ছে।’’ পুলিশ ‘ইভটিজ়িং-তত্ত্ব’ খারিজ করে দিলেও তনুশ্রীর দাবি, অন্য গাড়ি থেকে তাঁর মেয়ের উদ্দেশে কটূক্তি করা হয়েছিস।

হাই কোর্টে সুতন্দ্রার মায়ের বক্তব্য, দুর্ঘটনায় মৃত্যু হয়নি মেয়ের। সুতন্দ্রাকে খুন করা হয়েছে। ‘ইভটিজিং’-এর শিকার হয়েছিলেন তাঁর মেয়ে। তিনি দাবি করেন, সাদা গাড়ির চালক মত্ত অবস্থায় গাড়ি চালিয়েছিলেন। তার জেরে মৃত্যু হয়েছে মেয়ের। পাশাপাশি পুলিশের তদন্তে অনাস্থা জানিয়েছিলেন তিনি। আদালতে তনুশ্রীর আবেদন, কী ভাবে দুর্ঘটনা হল, সুতন্দ্রার মৃত্যুর কী ভাবে হয়েছে, তা নিয়ে সঠিক ভাবে তদন্ত হোক।

Advertisement
আরও পড়ুন