Howrah City Police

পুলিশি অভিযানে উদ্ধার অস্ত্র

পুলিশ জানিয়েছে, গত তিন দিনে চারটি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে। একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ বেআইনি দেশি মদ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ০৬:৩৫
আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে।

আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে। —প্রতীকী চিত্র।

নবান্ন থেকে কড়া নির্দেশ আসার পরেই আগ্নেয়াস্ত্র-সহ দুষ্কৃতীর সন্ধানে হাওড়া জুড়ে লাগাতার তল্লাশি অভিযান শুরু করল পুলিশ। পুলিশ জানিয়েছে, গত তিন দিনে চারটি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে। একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ বেআইনি দেশি মদ। গত সোমবার থেকে বুধবার পর্যন্ত এই অভিযান চালায় হাওড়া সিটি পুলিশের বিভিন্ন থানা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গত ১৮ নভেম্বর থেকে হাওড়া সিটি পুলিশের শিবপুর, গোলাবাড়ি,মালিপাঁচঘরা ও সাঁকরাইল থানা এলাকায় দফায় দফায় অভিযান চলে। পাঁচ জনকে গ্রেফতারের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র ও ছ’রাউন্ড গুলি। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৩৯ হাজার টাকা। সেই সঙ্গে বেআইনি মদের কারখানায় অভিযান চালিয়ে পুলিশ ২৪৮ বোতল দেশি মদ ও ১৬০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করেছে। হাওড়া সিটি পুলিশের এক কর্তা বলেন, ‘‘এই ধরনের অভিযান এখন নিয়মিত চলবে। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’

আরও পড়ুন
Advertisement