Harassment

কাউন্সেলিংয়ের ছলে ১৫ বছর ধরে ৫০ পড়ুয়ার যৌন হেনস্থা, ব্ল্যাকমেল! নাগপুরে ধৃত মনোবিদ

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, মূলত বিভিন্ন স্কুল এবং কলেজের পড়ুয়াদের কাউন্সেলিং করাতেন মনোবিদ। ১৫ বছর ধরে তিনি এই কাজ করছেন। কাউন্সেলিংয়ের জন্য বিভিন্ন জায়গায় শিবির খুলতেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৫:২৮
কাউন্সেলিং করানোর নামে যৌন হেনস্থার অভিযোগ। প্রতীকী ছবি।

কাউন্সেলিং করানোর নামে যৌন হেনস্থার অভিযোগ। প্রতীকী ছবি।

কাউন্সেলিং করানোর ছলে পড়ুয়াদের যৌন হেনস্থার অভিযোগ উঠল এক মনোবিদের বিরুদ্ধে। শুধু মনোবিদই নন, এই ঘটনায় তাঁকে সহযোগিতা করার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী এবং এক বান্ধবীর বিরুদ্ধেও। মনোবিদকে পুলিশ গ্রেফতার করলেও পলাতক তাঁর স্ত্রী এবং বান্ধবী।

Advertisement

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, মূলত বিভিন্ন স্কুল এবং কলেজের পড়ুয়াদের কাউন্সেলিং করাতেন মনোবিদ। ১৫ বছর ধরে তিনি এই কাজ করছেন। কাউন্সেলিংয়ের জন্য বিভিন্ন জায়গায় শিবির খুলতেন তিনি। কাউন্সেলিং করানোর জন্য অভিভাবকেরা তাঁদের সন্তানদের সঙ্গে নিয়ে আসতেন। অভিযোগ, বিশেষ করে মেয়েদের কাউন্সেলিং করাতেন মনোবিদ। কখনও কখনও অভিভাবকদের অনুমতি নিয়ে বাইরেও নিয়ে যেতেন তাঁদের।

পুলিশ জানতে পেরেছে, কখনও নিজের বাড়িতে ডেকে, কখনও শিবিরে কাউন্সেলিং করাতেন মনোবিদ। আর সেই সময়েই তাঁদের নানা ভাবে যৌন হেনস্থা করতেন বলে অভিযোগ। সম্প্রতি এক পড়ুয়া যৌন হেনস্থার শিকার হন। পুলিশে অভিযোগ জানানোর পরই গ্রেফতার করা হয় মনোবিদকে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ওই পড়ুয়া শুধু একা নন, মনোবিদের লালসার শিকার হয়েছেন বহু ছাত্রী। শুধু তা-ই নয়, তাঁদের ছবি তুলে নানা ভাবে চাপ সৃষ্টি করতেন মনোবিদ।

Advertisement
আরও পড়ুন