হাওড়া জেলা শিক্ষা দফতরে এসেছিল সিআইডি-র একটি দল। —প্রতীকী চিত্র।
আদালতের নির্দেশে এক শিক্ষকের নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তে হাওড়া জেলা শিক্ষা দফতরে এল সিআইডি-র একটি দল। বুধবার বিকেলে সিআইডি-র চার আধিকারিক জেলা স্কুল শিক্ষা দফতরে আসে। নিয়োগ সংক্রান্ত মামলা নিয়ে সেখানকার আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। স্কুল শিক্ষা দফতর থেকে জানা গিয়েছে, তদন্তকারীরা ওই শিক্ষকের ব্যাপারে সমস্ত তথ্য চেয়েছেন।
তৃণমূলের মাধ্যমিক শিক্ষা সেলের সাধারণ সম্পাদক, ওই শিক্ষকের নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তে এ দিন সিআইডি আধিকারিকেরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা দফতরের জেলা স্কুল পরিদর্শক সুজিতকুমার হাইতের সঙ্গে দেখা করেন। তদন্তকারীরা তাঁকে ওই শিক্ষকের নিয়োগ সম্পর্কে একাধিক প্রশ্ন করেন। সংগৃহীত তথ্য মিলিয়ে দেখেন তদন্তকারীরা। প্রায় ঘণ্টা দেড়েক ধরে চলে জিজ্ঞাসাবাদ।
জানা গিয়েছে, ১৯৯৮ সাল থেকে হাওড়ার শিবপুরের দীনবন্ধু ইনস্টিটিউশনে (মেন) শিক্ষকতা করছেন সিরাজুল ইসলাম নামে জীবনবিজ্ঞানের ওই শিক্ষক। তাঁর নিয়োগকে চ্যালেঞ্জ করে সম্প্রতি কলকাতা হাই কোর্টে মামলা করেন এক চাকরিপ্রার্থী। হাই কোর্টের নির্দেশেই গত ১১ মার্চ জেলা স্কুল পরিদর্শক শিবপুর থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করে সিআইডি। জেলা স্কুল পরিদর্শক সুজিতকুমার হাইত জানিয়েছেন, তাঁরা তদন্তে সব রকম সহযোগিতা করছেন।