Elon Musk

হিন্দিতে গালাগাল দিচ্ছে এক্স-এর কৃত্রিম মেধা ‘গ্রক’! তোলপাড় ভারতে, কী বললেন মাস্ক

২০২৩ সালে কৃত্রিম মেধা ‘গ্রক’ তৈরি করে মাস্কের সংস্থা। অভিযোগ, ‘গ্রক’-এ কোনও কিছু নিয়ে খোঁজ চালানোর সময় অকথ্য এবং উস্কানিমূলক হিন্দি শব্দ ব্যবহার করে প্রতিক্রিয়া জানাচ্ছে সেটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৪:৫১
ইলন মাস্ক।

ইলন মাস্ক। —ফাইল চিত্র।

ব্যবহারকারীদের হিন্দিতে গালিগালাজ দেওয়ার অভিযোগ উঠেছে এক্স-এর কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) পরিচালিত চ্যাটবট ‘গ্রক’-এর বিরুদ্ধে। এই অভিযোগকে ঘিরে তোলপাড় সমাজমাধ্যম। ‘গ্রক’ এবং এক্স-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেটাগরিকদের অনেকেই। এই আবহেই এ বার মুখ খুললেন এক্স-এর মালিক তথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ শিল্পপতি ইলন মাস্ক।

Advertisement

সম্প্রতি ‘গ্রক’-এর এই অদ্ভুত আচরণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। শিরোনাম ‘কেন ইলন মাস্কের গ্রক ভারতে ঝড় তুলেছে’। এই প্রতিবেদনটি সমাজমাধ্যমে পোস্ট করেন মাস্ক। তার সঙ্গে একটি হাসির ইমোজি দেন। এই পোস্ট করে মাস্ক কী ইঙ্গিত দিতে চেয়েছেন, তা নিয়েই জল্পনা তৈরি হয়েছে। মাস্কের এই পোস্টে বিদ্রুপ রয়েছে, না কি নিছক হাস্যরস, তা নিয়ে দ্বিধাবিভক্ত অনেকেই। মাস্ক অবশ্য এর অতিরিক্ত কিছু বলেনওনি, লেখেনওনি।

চ্যাটজিপিটি এবং গুগলের জেমিনাই-এর মতো মূলধারার এআই মডেলের বিকল্প হিসাবে ২০২৩ সালে কৃত্রিম মেধা ‘গ্রক’ তৈরি করে মাস্কের সংস্থা। পরে সেটিকে এক্স-এর সঙ্গে জুড়ে দেওয়া হয়, যা সারা বিশ্বের পাশাপাশি ভারতীয় নেটাগরিকদেরও দৃষ্টি আকর্ষণ করেছে। তবে অভিযোগ, ‘গ্রক’-এ কোনও কিছু নিয়ে খোঁজ চালানোর সময় অকথ্য এবং উস্কানিমূলক হিন্দি শব্দ ব্যবহার করে প্রতিক্রিয়া জানাচ্ছে কৃত্রিম মেধা। এক্স-এর চ্যাটবট ব্যবহার করার সময় ‘গ্রক’ ব্যবহারকারীদের অশ্লীল এবং আপত্তিকর শব্দে গালিগালাজ করছে বলেও অভিযোগ।

সম্প্রতি এক জন এক্স ব্যবহারকারী এবং ‘গ্রক’-এর কথোপকথনের পোস্ট ভাইরাল হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ব্যবহারকারী কৃত্রিম মেধার কাছে একটি বিষয়ে জানতে চাইলে চ্যাটবট তাৎক্ষণিক ভাবে উত্তর দিতে ব্যর্থ হয়। এর পর ব্যবহারকারী কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান। পাল্টা ‘গ্রক’-ও অশ্লীল ভাষায় প্রতিক্রিয়া জানানোয় হতবাক হয়ে যান ওই ব্যবহারকারী। অতঃপর এ রকম আরও কয়েকটি অভিযোগ প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। আর তা নিয়েই নাকি নড়েচড়ে বসেছে কেন্দ্র। একটি সূত্রের খবর, এই বিষয়ে নরেন্দ্র মোদী সরকার এক্স-এর কৈফিয়ত তলব করেছে। যদিও সরকারি সূত্রে খবর, এখনও পর্যন্ত ‘গ্রক’ বা এক্স কর্তৃপক্ষকে কোনও নোটিস পাঠায়নি কেন্দ্র।

নানা বিতর্কিত বিষয়ে মুখ খুলে আগেও নজর কেড়েছে ‘গ্রক’। সম্প্রতি চ্যাটবটটি দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনায় রাহুল গান্ধী বেশ সৎ।

Advertisement
আরও পড়ুন