Murshidabad murder

‘আপনাদের মেয়েকে খালাস করে দিয়েছি’! স্ত্রীকে খুনের পর শ্বশুরবাড়ি গিয়ে মৃত্যুসংবাদ দিলেন স্বামী

বৃহস্পতিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত পাতেন্দ্রা গ্রামে। মৃতার নাম আনারকলি বিবি। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৫:০১

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মেয়ের সামনেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন। তার পর শ্বশুরবাড়ি গিয়ে স্বামী বলে এলেন, ‘‘আপনাদের মেয়েকে খালাস করে দিয়েছি!’’

Advertisement

বৃহস্পতিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত পাতেন্দ্রা গ্রামে। মৃতার নাম আনারকলি বিবি। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আনারকলির পরিবারের তরফে স্বামী মেহেরবান শেখ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পরিবার সূত্রে খবর, ১৭ বছর আগে আনারকলির সঙ্গে মেহেরবানের বিয়ে হয়। তাঁদের দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে। আট বছর আগে আবার বিয়ে করেন মেহেরবান। কিন্তু তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন সেই দ্বিতীয় স্ত্রী। সম্প্রতি তিনি আবার ফিরে আসায় আনারকলির সঙ্গে মেহেরবানের দাম্পত্য কলহ শুরু হয়। অভিযোগ, আনারকলিকে মারধরও করতেন মেহেরবান। বৃহস্পতিবারও দু’জনের মধ্যে ঝগড়া হয়। সেই অশান্তির সময়েই এক মেয়ের চোখের সামনে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন মেহেরবান। পরে তিনি নিজেই শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীর মৃত্যুসংবাদ দিয়ে আসেন।

মৃতার মা বলেন, ‘‘মেহেরবানই আনারকলিকে খুন করেছে। আজ মেহেরবান আমাদের বাড়িতে এসে বলে, সে আনারকলিকে খালাস করে দিয়েছে। কেউ তার কিছু করতে পারবে না। মেহেরবানের বিরুদ্ধে ধর্ষণ ছাড়াও একাধিক গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আনারকলিকে গোকর্ণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা ওকে মৃত বলে ঘোষণা করে। আমার মেয়েকে ওর স্বামীই মেহেরবানই মেরেছে। আমরা চাই আমার মেয়ের খুনি শাস্তি পাক।’’

Advertisement
আরও পড়ুন