DA Case

পুলিশি নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট! সংগ্রামী যৌথ মঞ্চকে সভা এবং মিছিলের অনুমতি

কেন সংগ্রামী যৌথ মঞ্চের কর্মসূচির অনুমতি দিতে ‘অতি সক্রিয়তা’ দেখাল পুলিশ, তা নিয়ে মঙ্গলবার প্রশ্ন তুলেছে হাই কোর্ট। বুধবার পাণ্ডবেশ্বরে মিছিল এবং সভার অনুমতি দেওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মে ২০২৪ ১৮:৪০

প্রতিনিধিত্বমূলক ছবি।

সংগ্রামী যৌথ মঞ্চের মামলায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাই কোর্ট। কেন কর্মসূচির অনুমতি দেওয়ার ব্যাপারে ‘অতি সক্রিয়তা’ দেখাল পুলিশ, তা নিয়ে প্রশ্ন তুলল আদালত। মঙ্গলবার বিচারপতি রাই চট্টোপাধ্যায় সংগ্রামী যৌথ মঞ্চকে মহার্ঘ ভাতার (ডিএ) দাবি এবং তাদের উপর হামলার প্রতিবাদে মিছিল করার অনুমতি দিয়েছেন।

Advertisement

আদালত জানিয়েছে, বুধবার দুপুর ১২টায় পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর রেলস্টেশন থেকে ফুলবাগান দুর্গামন্দির পর্যন্ত মিছিল ও সেখানে সভা করতে পারবে ওই সংগঠন। প্রসঙ্গত, ডিএ-র দাবিতে এবং তাদের উপর হামলার প্রতিবাদে পাণ্ডবেশ্বরে মিছিল ও সভা করতে চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিল সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। মঞ্চের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, অনুমতি খারিজ করে রাজ্য জানায়, নির্বাচন চলাকালীন এমন অনুমতি দেওয়া সম্ভব নয়। পুলিশের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে গিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ।

মঙ্গলবার ওই মামলার শুনানিতে নির্বাচন কমিশন জানায়, নির্বাচনের সঙ্গে ওই কর্মসূচির কোনও সম্পর্ক নেই। ওই কর্মসূচিতে কমিশনের কোনও আপত্তি নেই। কমিশনের ওই বক্তব্যের পরেই পুলিশের ভূমিকার সমালোচনা করে আদালত। বিচারপতি চট্টোপাধ্যায় বলেন, ‘‘জেলায় পুলিশ নিজেকে সর্বেসর্বা মনে করে। তাদের জেলা আদালত বন্ধ করতেও দেখেছি। এটা ঠিক নয়।’’ প্রসঙ্গত, এর আগে গত বছর মে মাসেও পুলিশি নির্দেশ খারিজ করে সংগ্রামী যৌথ মঞ্চকে হরিশ মুখার্জি রোড দিয়ে মিছিলের অনুমতি দিয়েছিল হাই কোর্ট।

Advertisement
আরও পড়ুন