রবিবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে হাজির করানোর পর পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। —প্রতীকী চিত্র।
পূর্ব বর্ধমানে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজি ও অগ্নিসংযোগের ঘটনায় দু’পক্ষের মোট সাত জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে ওই প্রাক্তন পঞ্চায়েত সদস্যও রয়েছেন! হামলার নেপথ্য কারণ হিসাবে ভাইয়ে ভাইয়ে সংঘাতের পাশাপাশি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেও আঙুল তুলেছেন স্থানীয়েরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মনোহর মল্লিক, জসিমউদ্দিন মল্লিক, মেহের মল্লিক, দুলাল মল্লিক, উজির মল্লিক, নাজির মল্লিক এবং সওকত মল্লিক। সাত জনই দেবুচা গ্রামের বাসিন্দা। রবিবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে হাজির করানোর পর পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
শুক্রবার রাতে ঝিলু-২ পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন সদস্য উজির মল্লিকের বাড়িতে ব্যাপক বোমাবাজি এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বোমাবাজির পাশাপাশি, একটি খড়ের পালুইয়েও আগুন লাগিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় একটি টোটো। স্থানীয়েরা জানাচ্ছেন, উজিরেরা পাঁচ ভাই। শুক্রবার রাতে মল্লিক পরিবারের ভাইয়ে ভাইয়ে তুমুল অশান্তি বাধে। তার রেশ ধরেই পাঁচ ভাইয়ের মধ্যে উজির, নাজির এবং সাকাতের বাড়িতে হামলা, বোমাবাজি এবং ভাঙচুর চালানো হয়। অভিযোগের তির উজিরদেরই আর এক ভাই মনোহর ওরফে মনু ও তাঁর ছেলে জসিমের দিকে। যদিও মনোহর এই সব অভিযোগ অস্বীকার করেছেন। উভয়পক্ষের তরফেই এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই দু’পক্ষের মোট সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে শাসকদলের কোনও স্থানীয় নেতা মুখ খোলেননি। তবে তীব্র কটাক্ষ করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। জেলা বিজেপির সহ-সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, ‘‘তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষ এখন তৃণমূলকর্মীদের পরিবারকেও গ্রাস করেছে। এক গোষ্ঠীতে যুক্ত থাকা ভাইয়ের বাড়িতে বোমা হামলা চালাচ্ছে তৃণমূলের অপর গোষ্ঠীর সঙ্গে যুক্ত অন্য ভাইয়েরা! তৃণমূলে প্রকৃতই যে মাৎস্যন্যায় শুরু হয়ে গিয়েছে, দেবুচা গ্রামের ঘটনা তার বাস্তব নিদর্শন।’’