প্রতিনিধিত্বমূলক ছবি।
তেলের ট্যাঙ্কারের ধাক্কায় সাত মাসের শিশুকন্যা এবং তার মায়ের মৃত্যুর ঘটনায় এক জনকে গ্রেফতার করল পুলিশ। তবে গ্রেফতারির ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর জামিন মঞ্জুর করে আদালত। শুক্রবার বিকেলে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তার পর থেকেই পলাতক ছিলেন ওই ট্যাঙ্কারের চালক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে খণ্ডঘোষ থানার কাপশিটের বাসিন্দা লাল্টুকুমার ঘোষ তাঁর স্ত্রী এবং শিশুকন্যাকে নিয়ে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। বর্ধমানে ডাক্তার দেখাতে গিয়েছিলেন তাঁরা। বর্ধমান-আরামবাগ রোড ধরে ফেরার পথে কৃষক সেতুর কাছে তাঁদের বাইকে ধাক্কা মারে একটি তেলের ট্যাঙ্কার। ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই রাস্তায় ছিটকে পড়েন তিন জনই।
দুর্ঘটনা নজরে আসতেই আহত তিন জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরা। তবে লাল্টুর স্ত্রী সাথী এবং তাঁর কন্যাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। হাসপাতালে চিকিৎসা চলছে লাল্টুর। শুক্রবার রাতেই লাল্টুর দাদা পিন্টু ঘোষ ঘাতক ট্যাঙ্কারের চালকের নামে খণ্ডঘোষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার পরই অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ।
সূত্রের খবর, শুক্রবার রাতে বর্ধমান থানার পলেমপুর বাসস্ট্যাণ্ড এলাকা থেকে অভিযুক্ত চালক স্বপন মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। বর্ধমান থানার শিয়ালডাঙায় তাঁর আদি বাড়ি। তবে থাকতেন বাঁকুড়ার ইন্দাস থানার আদিলপুরে। ঘাতক ট্যাঙ্কারটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতকে শনিবার বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হয়। তবে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।