—প্রতীকী ছবি।
বাঘের খাঁচায় ঢুকেছিলেন এক চিড়িয়াখানা কর্মী। কিন্তু বেরোনোর সময় খাঁচার নিরাপত্তা দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। এক ভুলে ওই বাঘের হাতেই প্রাণ দিতে হল তাঁকে। চিড়িয়াখানা কর্মীর শরীর ফালাফালা করে তাকে মেরে ফেলল হিংস্র বাঘটি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রোমানিয়ায়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকালে রোমানিয়ার পিটেস্টি চিড়িয়াখানায় একটি বাঘের খাঁচায় ঢুকেছিলেন ৫২ বছর বয়সি ওই কর্মী। বাঘটিকে খাবার দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু অভিযোগ, বাঘকে খাবার দিতে গিয়ে ওই কর্মী স্বাস্থ্য এবং নিরাপত্তা বিধিগুলি ঠিক মতো পালন করেননি। বাঘের খাঁচার যে নিরাপত্তা দরজা তা-ও বন্ধ করতে ভুলে যান। আর তাতেই বিপত্তি বাধে। খাঁচা থেকে বেরোতে না বেরোতেই ওই চিড়িয়াখানা কর্মীর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে বাঘটি। মাথা কামড়ে ধরে তাঁর। এর পর বড় বড় নখ দিয়ে শরীর ছিন্নভিন্ন করে দেয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁকে বাঁচানো যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যম ‘গন্ডুল’-এর প্রতিবেদন অনুযায়ী, পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। বুখারেস্ট থেকে ৯৬ কিলোমিটার দূরে অবস্থিত চিড়িয়াখানার ৫০ বছরের ইতিহাসে প্রথম বার এই ধরনের ঘটনা ঘটেছে বলেও জানা গিয়েছে।