ছবি: এক্স থেকে নেওয়া।
স্ত্রী এবং তাঁর প্রেমিককে হাতেনাতে ধরে রাস্তাতেই মারধর করলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অণ্ণামায়ায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাস্তায় স্বামীর হাতে মার খাওয়া ওই মহিলা মদনাপাল্লে মন্ডলের সিটিএম এলাকার বাসিন্দা। সম্প্রতি মুলাকালা চেরুভু মন্ডলের ভাদ্দিপল্লি এলাকার ২০ বছর বয়সি ইঞ্জিনিয়ারিং ছাত্র ইন্দ্রশেখরের সঙ্গে পরিচয় হয় তাঁর। ইনস্টাগ্রামের আলাপ অচিরেই পরিণত হয় প্রেমে। নিয়মিত কথাবার্তা বলতেন তাঁরা। মাঝেমধ্যে দেখাও করতেন। বিগত কয়েক দিন ধরে মহিলার স্বামী সন্দেহ করছিলেন স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে। এর পরে শনিবার সন্ধ্যাবেলা স্ত্রী ঘর থেকে বেরোলে তাঁর পিছু নেন যুবক। হাতেনাতে ধরে ফেলেন স্ত্রী এবং তাঁর তরুণ প্রেমিককে।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, স্ত্রী এবং তাঁর প্রেমিককে একসঙ্গে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন ওই যুবক। ক্ষিপ্ত হয়ে তাঁদের দু’জনকে ধরে মারধর করেন। ঠাসঠাস করে চড় মারতে থাকেন স্ত্রীকে। পাল্টা স্ত্রীর প্রেমিকের হাতে অল্পবিস্তর মারও খান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ওই যুবকের মারে গুরুতর আহত হন তাঁর স্ত্রীর প্রেমিক ইন্দ্রশেখর। তিনি বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
‘তেলুগু স্ক্রাইব’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই হইচই ফেলেছে। বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যমে।