ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
পরিবারের সঙ্গে ঘুরতে বেড়িয়েছেন এক মহিলা। রাশিয়ার ভ্লাদিকাভকাজ় বিমানবন্দর থেকে মস্কোর দোমোদেদোভো বিমানবন্দরে যাওয়ার কথা তাঁর। কিন্তু বিমানে মালপত্র তুলতে গিয়ে বিপাকে পড়লেন তিনি। মালপত্র রাখার কনভেয়র বেল্টে দাঁড়িয়ে পড়লেন তিনিও। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ইব্রা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিমানবন্দরে ‘চেক-ইন’ করে বোর্ডিং পাস নেওয়ার কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছেন এক মহিলা। দুই বিমানকর্মীর সঙ্গে কথা বলছেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন আরও এক জন মহিলা। বিমানের ভিতর মালপত্র পাঠানোর কনভেয়র বেল্টের দিকে নজর তাঁর। কিন্তু সেই মহিলার দিকে নজর পড়েনি অন্য তিন জনের।
কিছু ক্ষণ কনভেয়র বেল্টের সামনে ঘোরাঘুরি করার পর তার উপর দাঁড়িয়ে পড়েন ওই মহিলা। বেল্টের উপর হেঁটে ভিতর ঢুকে পড়েন তিনি। ঠিক তখনই পা পিছলে যায় মহিলার। বেল্টের উপর উল্টে শুয়ে পড়েন তিনি। মালপত্রের সঙ্গে তিনিও বেল্টের ভিতর ঢুকে পড়েন। তখনই নজর পড়ে অন্য তিন মহিলার। সঙ্গে সঙ্গে ওই মহিলাকে বেল্টের ভিতর থেকে উদ্ধার করা হয়। তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। তার পর তাঁকে নির্দিষ্ট বিমানে তুলেও দেন বিমানকর্মীরা।
সমাজমাধ্যমে ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই এক নেটাগরিক মজা করে লেখেন, ‘‘এই জন্যই জীবনে সব কিছু নিয়ে কৌতূহল রাখতে নেই।’’ আবার এক জনের কথায়, ‘‘মহিলা হয় তো ভেবেছিলেন, ওই পথ ধরেই সোজা বিমানের ভিতর ঢুকে পড়া যায়।’’