বছরশেষে এক দক্ষিণী ছবি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। লক্ষ্মীলাভ হয়েছে বক্স অফিসের। এক হাজার কোটির ক্লাবে নাম লিখিয়ে ফেলেছে অল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’। আগামী বছরে কোন কোন ছবি বক্স অফিসে ব্যবসা করতে পারে বলে অনুমান ছবি বিশেষজ্ঞদের?
২০২৫ সালের অগস্ট মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘ওয়ার ২’। অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে হৃতিক রোশন, কিয়ারা আডবাণী, এনটি রামারাও জুনিয়রের মতো তারকাদের। আগামী বছর বক্স অফিসে এই ছবিটি মন্দ ব্যবসা করবে না বলে বলিপাড়ার অধিকাংশের দাবি।
সাজিদ নাডিওয়াডওয়ালার প্রযোজনায় ২০২৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘সিকন্দর’ নামের একটি ছবি। সলমন খানের বিপরীতে এই ছবিতে অভিনয় করার কথা দক্ষিণী নায়িকা রশ্মিকা মন্দানার। বলিউডের ‘ভাইজান’-এর ছবিটি বক্স অফিসে ভাল ব্যবসা করতে পারে বলে অনুমান।
২০২৫ সাল নিয়ে বিশেষ ঘোষণা না করলেও ২০২৬ সাল যে বক্স অফিসের জন্য শুভ হতে চলেছে তার খানিকটা আগাম ভবিষ্যদ্বাণী করেছেন ছবি বিশেষজ্ঞদের অধিকাংশ। তালিকায় রয়েছে প্রভাস থেকে শাহরুখ খানের ছবিও।
বাঙালি পরিচালক সুজয় ঘোষের পরিচালনায় মুক্তি পাওয়ার কথা ‘কিং’। থ্রিলার ঘরানার এই ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখবেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের কন্যা সুহানা খান।
‘কিং’ ছবিতে সুহানার সঙ্গে দেখা যাবে শাহরুখকেও। বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায়, এই ছবিটি ২০২৬ সালে ভাল উপার্জন করবে।
বলিপাড়া সূত্রে খবর, ২০২৫ সালে শাহরুখের কোনও ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে না। ২০২৩ সালের ডিসেম্বর মাসে ‘ডাঙ্কি’ ছবিতে শেষ দেখা গিয়েছিল শাহরুখকে। তিন বছর পর ২০২৬ সালে শাহরুখকে দেখার জন্য মুখিয়ে থাকবেন দর্শক।
২০২৬ সালের দীপাবলি উপলক্ষে বড় পর্দায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবির প্রথম পর্ব। রণবীর কপূর, সাই পল্লবী অভিনীত এই ছবিটি ২০২৬ সালে বক্স অফিসে লক্ষ্মীলাভ করতে পারে।
বলিপাড়া সূত্রে জানা যায়, ‘রামায়ণ’ ছবির দ্বিতীয় পর্ব প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ২০২৭ সালে। প্রথম পর্বের সাফল্যের উপর নির্ভর করবে দ্বিতীয় পর্বের ব্যবসার পরিমাণ।
শাহরুখের ‘জওয়ান’ ছবির পরিচালনার মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন অ্যাটলি। ২০২৩ সালে এক হাজার কোটি টাকার ক্লাবে নাম লিখিয়েছিল অ্যাটলির প্রথম হিন্দি ছবি। কানাঘুষো শোনা যায়, ২০২৬ সালে বলিপাড়ার অন্য খানের সঙ্গে কাজ করতে পারেন অ্যাটলি।
বলিপাড়ার জনশ্রুতি, ২০২৬ সালে অ্যাটলি পরিচালিত দ্বিতীয় হিন্দি ছবি মুক্তি পেতে পারে। এই ছবিতে অভিনয় করার কথা বলিউডের ‘ভাইজান’ সলমন খানের। সঙ্গে দেখা যেতে পারে দক্ষিণী অভিনেতা কমল হাসনকেও। ছবির নাম আপাতত ‘অ্যাটলি ৬’ রাখা হয়েছে। তবে সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।
চলতি মাসে অ্যাটলির প্রযোজনায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বেবি জন’। বরুণ ধওয়ান এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন। বলিপাড়া সূত্রে খবর, এই ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেন সলমন। যদিও ছবিটি বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি।
২০২৩ সালে ‘অ্যানিম্যাল’ ছবির পরিচালনা করে রাতারাতি খ্যাতিলাভ করেন সন্দীপ রেড্ডি ভঙ্গা। ২০২৬ সালে আরও একটি চমক আনতে চলেছেন সন্দীপ। তবে ‘অ্যানিম্যাল’-এর মতো সেই ছবির নায়ক হিসাবে রণবীর কপূরকে বেছে নেননি সন্দীপ।
বলিপাড়ার অধিকাংশের দাবি, ২০২৬ সালে ‘স্পিরিট’ নামের একটি ছবি পরিচালনা করার কথা সন্দীপের। এই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করতে পারেন দক্ষিণী অভিনেতা প্রভাস। প্রভাসের সঙ্গে এই ছবিতে দেখা যেতে পারে সইফ আলি খান, করিনা কপূর খান এবং ম্রুণাল ঠাকুরের মতো বলি তারকাদের। এই ছবিটিও বক্স অফিসে দারুণ উপার্জন করতে পারে বলে ছবি বিশেষজ্ঞদের দাবি।
‘কেজিএফ’ এবং ‘সালার’-এর মতো ছবি দর্শককে উপহার দিয়েছেন পরিচালক প্রশান্ত নীল। ২০২৬ সালে অ্যাকশন ঘরানার একটি ছবি পরিচালনার কথা প্রশান্তের।
কানাঘুষো শোনা যায়, ২০২৬ সালে প্রশান্তের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘ড্রাগন’ নামের একটি ছবি। এই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করার কথা এনটি রামারাও জুনিয়রের।
২০২৫ সালের ডিসেম্বর মাসে সঞ্জয় লীলা ভন্সালীর পরিচালনায় বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ‘লভ অ্যান্ড ওয়ার’ নামের রোম্যান্টিক ছবির। এই ছবিতে দেখা যাবে রণবীর কপূর, আলিয়া ভট্ট এবং ভিকি কৌশলকে। এই ছবিটিও লক্ষ্মীলাভ করতে পারে বলিপাড়ার অধিকাংশের অনুমান।
সব ছবি: সংগৃহীত।