ABP Annual Sports 2025

জমজমাট আনন্দ ক্রীড়া প্রতিযোগিতা, অংশ নিলেন প্রায় সাড়ে সাতশো প্রতিযোগী

রবিবার অনুষ্ঠিত হল আনন্দবাজার পত্রিকার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সংস্থার সকল কর্মী এবং তাঁদের পরিবারকে নিয়ে প্রতি বারই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ বার অংশ নিয়েছিলেন কয়েকশো প্রতিযোগী।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ২০:২৩
sports

আনন্দ ক্রীড়া প্রতিযোগিতার একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত।

রবিবার অনুষ্ঠিত হল আনন্দবাজার পত্রিকার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সংস্থার সকল কর্মী এবং তাঁদের পরিবারকে নিয়ে প্রতি বারই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ বার অংশ নিয়েছিলেন প্রায় সাড়ে সাতশো প্রতিযোগী। মোট ২৩টি ইভেন্ট ছিল প্রতিযোগিতায়। প্রতিটি ইভেন্ট ঘিরেই উত্তেজনা ছিল। ময়দানের এবিপি স্পোর্টস গ্রাউন্ডে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

যে কোনও ক্রীড়া প্রতিযোগিতাতেই আলাদা আগ্রহ থাকে ১০০ মিটার দৌড় নিয়ে। এ বার পুরুষদের সেই বিভাগে প্রথম হয়েছেন ম্যানুফ্যাকচারিংয়ের কৌশিক পাল। দ্বিতীয় এবং তৃতীয় যথাক্রমে চন্দন বিশ্বাস এবং সুবীর পাল। মহিলাদের ৭৫ মিটার দৌড়ে প্রথম আনন্দবাজার অনলাইনের স্বর্ণালী তালুকদার। দ্বিতীয় আনন্দবাজার পত্রিকার সুনীতা কোলে। তৃতীয় আনন্দবাজার অনলাইনের কমলিকা ভট্টাচার্য।

চল্লিশোর্ধ্বদের ১০০ মিটার ইভেন্টে প্রথম ম্যানুফ্যাকচারিংয়ের সুবীর পাল। দ্বিতীয় এবং তৃতীয় যথাক্রমে সৌম্য বিশ্বাস এবং শাহরুখ ‌জ়াইদ। মহিলাদের বাস্কেট দ্য বল ইভেন্টে জয়ী সুনীতা কোলে। দ্বিতীয় ও তৃতীয় পবিত্রা থাপা এবং বিদিশা চক্রবর্তী। পুরুষদের ২০০ মিটার দৌড়ে প্রথম চন্দন বিশ্বাস। দ্বিতীয় সুবীর পাল। তৃতীয় ঋত্বিক দাস।

মহিলাদের মিউজ়িক্যাল চেয়ারের একটি মুহূর্ত।

মহিলাদের মিউজ়িক্যাল চেয়ারের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত।

মহিলাদের ‘ইট্‌স আ গোল’ ইভেন্টে প্রথম আনন্দবাজার অনলাইনের সুদীপ্তা চৌধুরী সরকার। দ্বিতীয় ফিনান্সের মণিকা দে। তৃতীয় মার্কেটিংয়ের শুভশ্রী দত্ত। মহিলাদের মার্বল অ্যান্ড স্পুন ইভেন্টে প্রথম টেলিগ্রাফের অমৃতা তপাদার। দ্বিতীয় ডিজিটাল বিজনেসের অপরাজিতা রায়। তৃতীয় আনন্দবাজার অনলাইনের প্রচেতা পাঁজা।

যেমন খুশি সাজো ইভেন্টের অংশগ্রহণকারীরা।

যেমন খুশি সাজো ইভেন্টের অংশগ্রহণকারীরা। ছবি: সংগৃহীত।

পুরুষদের ৪*১০০ মিটার রিলে রেসে প্রথম ম্যানুফ্যাকচারিং গ্রুপ ১। দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে অডিয়েন্স ডেভেলপমেন্ট অ্যান্ড সেল্‌স গ্রুপ ১ ও আনন্দবাজার পত্রিকা গ্রুপ ১। মহিলাদের ৪*১০০ মিটার রিলে রেসে প্রথম আনন্দবাজার অনলাইন। পুরুষদের দড়ি টানাটানি প্রতিযোগিতায় প্রথম ম্যানুফ্যাকচারিং গ্রুপ ২। দ্বিতীয় এবং তৃতীয় যথাক্রমে অডিয়েন্স ডেভেলপমেন্ট অ্যান্ড সেল্‌সের গ্রুপ ২ ও ম্যানুফ্যাকচারিং গ্রুপ ১। মহিলাদের মিউজ়িক্যাল চেয়ার ইভেন্টে প্রথম রোশনি দে দত্ত। দ্বিতীয় এবং তৃতীয় যথাক্রমে দীপান্বিতা ঘোষ এবং সুস্মিতা মণ্ডল।

আনন্দ ক্রীড়া প্রতিযোগিতার একটি মুহূর্ত।

আনন্দ ক্রীড়া প্রতিযোগিতার একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত।

তবে ক্রীড়া প্রতিযোগিতা জমে ওঠে শেষের দিকে। সংস্থার কর্মীদের সন্তানদের নিয়ে দু’টি বিভাগে ‘যেমন খুশি সাজো’ ইভেন্ট আয়োজন করা হয়েছিল। অনূর্ধ্ব-৪ বিভাগে প্রথম তিন স্থানে কৃতিকা শর্মা, অধিরাজ হালদার এবং মোহর রায়চৌধুরী। ৪-১২ বছর বিভাগে প্রথম তিন স্থানে শ্রীময়ী মুখোপাধ্যায়, স্নেহা বোস এবং কৃত্তিকা দাস।

Advertisement
আরও পড়ুন