Bizarre News

‘এই বেতনে একটা দামি ফোনও কিনতে পারব না!’ পদত্যাগপত্রে চাকরি ছাড়ার কারণ জানালেন তরুণ

এত কম বেতনে যে তাঁর ভবিষ্যৎ সুরক্ষিত নয় তা ভেবেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন রাহুল। তিনি জানান, ৪ ডিসেম্বর তাঁর কাজের শেষ দিন। তার পর আর সেই সংস্থায় কাজ করবেন না তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১১:৩৪

—প্রতীকী ছবি।

দু’বছর ধরে একই সংস্থায় চাকরি করছেন। কিন্তু বেতন সেই তুলনায় বাড়়েনি তরুণের। তিনি যা বেতন পান তাতেই ‘নুন আনতে পান্তা ফুরোয়’ তাঁর। একখানা দামি মোবাইল ফোনও কেনার সামর্থ্য নেই তরুণের। তাই পদত্যাগ করার সিদ্ধান্ত নেন তিনি। তরুণ যে সংস্থায় কাজ করেন সেই সংস্থার মানবসম্পদ উন্নয়ন বিভাগকে পদত্যাগপত্র লিখে মেল পাঠান তরুণ। সেই ইমেলের স্ক্রিনশট সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

ঋষভ সিংহ পেশায় এক শিল্পোদ্যোগী। দিল্লিতে থাকেন তিনি। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘‘দারুণ এক পদত্যাগপত্র দেখলাম।’’ ছবিতে দেখা যাচ্ছে, রাহুল বাইরওয়া নামে এক তরুণ মেল লিখে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সেখানে লেখা রয়েছে, দু’বছর ধরে সেই সংস্থায় কাজ করছেন তিনি। কিন্তু বেতন নামমাত্র বেড়েছে তাঁর। তাতেও ‘নুন আনতে পান্তা ফুরোয়’ তরুণের। ৫ ডিসেম্বর অনলাইনে একটি মোবাইল ফোন কেনার ইচ্ছা ছিল তাঁর। ফোনের মূল্য ৫১ হাজার ৯৯৯ টাকা।

কিন্তু সেই ফোন কেনারও সামর্থ্য ছিল না তাঁর। সে কথাই পদত্যাগপত্রে লিখে জানিয়েছেন তিনি। যখন তাঁর ফোন কেনার শখটুকু বেতন দিয়ে পূরণ করা যাচ্ছে না তখন এই সংস্থায় চাকরি করে তাঁর ভবিষ্যৎ কী হবে তা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন রাহুল।

এত কম বেতনে যে তাঁর ভবিষ্যৎ সুরক্ষিত নয় তা ভেবেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন রাহুল। তিনি জানান, ৪ ডিসেম্বর তাঁর কাজের শেষ দিন। তার পর আর সেই সংস্থায় কাজ করবেন না তিনি। ঊর্ধ্বতনেরা যেন তাড়াতাড়ি পদত্যাগের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে দেয়।

ছবিটি দেখে বোঝা যায় যে, তরুণ বহু দিন আগেই এই মেলটি পাঠিয়েছেন। সম্প্রতি এই ছবি ছড়িয়ে পড়েছে। অবশ্য তরুণের দাবি শুনে তাঁর সাহসের প্রশংসা করেছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন বলেছেন, ‘‘একদম সত্যি কথা বলেই চাকরি ছাড়ছেন তরুণ। তাঁর সাহসকে সাধুবাদ জানাই।’’

Advertisement
আরও পড়ুন