কমলালেবুর খোসা দিয়ে বানিয়ে ফেলুন সাবান, কী ভাবে জেনে নিন। ছবি: ফ্রিপিক।
কমলালেবু খেয়ে খোসা ফেলে দেন? কমলালেবুর খোসার সঙ্গে হেঁশেলের কয়েকটি উপকরণ মেশালেই তৈরি হয়ে যাবে সাবান। দোকান থেকে আর আলাদা করে বেশি রাসায়নিক দেওয়া সাবান কেনার দরকারই পড়বে না। ঘরোয়া উপকরণে তৈরি ওই সাবান ত্বকের জেল্লা বাড়াবে। কমলালেবুর ভিটামিন সি ত্বকের কোলাজেন তৈরিতেও বিশেষ ভূমিকা নেবে।
কমলালেবুর খোসা দিয়ে কী ভাবে সাবান বানাবেন?
কমলালেবুর খোসা মিক্সারে ভাল করে বেটে নিন। এ বার একটি পাত্রে গ্লিসারিন ঢেলে তার মধ্যে কমলালেবুর খোসা বাটা মিশিয়ে দিন। ভাল করে নাড়তে থাকুন। থকথকে মিশ্রণ তৈরি হবে। এর মধ্যে মিশিয়ে দিন এক চা চামচ মধু। এ বার সম্পূর্ণ মিশ্রণটি ভাল করে নেড়ে একটি মোল্ডে ঢালুন। রেখে দিন ২৪ ঘণ্টা। দেখবেন জমে গিয়ে সুন্দর সাবান তৈরি হয়ে গিয়েছে।
আরও একটি ভাবে কমলালেবুর সাবান তৈরি করা যায়। প্রথমে কমলালেবুর খোসা ভাল করে বেটে নিন। এর পর আমন্ড অয়েল অথবা নারকেল তেল ভাল করে গরম করে নিন। গরম তেল আলাদা পাত্রে রেখে ঠান্ডা হতে দিন। অন্য একটি পাত্রে জলের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইড মিশিয়ে থকথকে মিশ্রণ তৈরি করে নিন। এর পর তেল ও সোডিয়াম হাইড্রক্সাইডের মিশ্রণ মিশিয়ে কিছু ক্ষণ রেখে দিন। ওই মিশ্রণে এ বার মেশান কমলালেবুর পেস্ট। আরও কিছু ক্ষণ রেখে মিশ্রণটি মোল্ডে ঢেলে ২৪ ঘণ্টা রেখে দিন। দেখবেন কমলালেবুর সুগন্ধি সাবান তৈরি হয়ে গিয়েছে।