এ ভাবেই ট্রেন থেকে পা পিছলে পড়ে যান ওই যাত্রী। ছবি: টুইটার।
১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উত্তরপ্রদেশের শাহজাহানপুর স্টেশন পেরিয়ে যাচ্ছিল সুপারফাস্ট পাটলিপুত্র এক্সপ্রেস। হঠাৎই চলন্ত ট্রেন থেকে প্ল্যাটফর্মে পড়ে গেলেন এক যাত্রী। ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে আঁতকে ওঠেন স্টেশনে উপস্থিত সকলেই। তবে অলৌকিক ভাবেই বড়সড় দুর্ঘটনার হাত রক্ষা পেয়েছেন সেই যাত্রী। চলন্ত ট্রেন থেকে তাঁর পড়ে যাওয়ার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রচণ্ড গতিতে উত্তরপ্রদেশের শাহজাহানপুর স্টেশন পেরিয়ে যাচ্ছিল সুপারফাস্ট পাটলিপুত্র এক্সপ্রেস। ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা এক যাত্রী হঠাৎই ভারসাম্য হারিয়ে ফেলেন। পা পিছলে পড়ে যান প্ল্যাটফর্মে। দরজার হাতল ধরে রাখায় বেশ কয়েক মিটার পর্যন্ত তাঁকে ছেঁচড়ে নিয়ে যায় ট্রেনটি। হাতল ছেড়ে দেওয়ার পর ট্রেনের গতির কারণে ছিটকে যান প্ল্যাটফর্মের এক প্রান্তে। তবে এর পরও ওই যাত্রীর কিছু হয়নি। বড়সড় দুর্ঘটনার হাত থেকে তিনি বেঁচে গিয়েছেন বলেই সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ রয়েছে। তবে তিনি হাতে-পায়ে সামান্য চোট পেয়েছেন। ওই যাত্রী চলন্ত ট্রেন থেকে কী ভাবে প্ল্যাটফর্মে পড়ে গেলেন তা এখনও স্পষ্ট নয় বলে রেল সূত্রে খবর।
#Shahjahanpur 110 की स्पीड से दौड़ती एक्सप्रेस ट्रेन से गिरा युवक, 100 मीटर तक प्लेट फॉर्म पर फिसलता चला गया, गनीमत रही युवक को कुछ हुआ नहीं@IndianRailMedia #viralvideo #UPNews pic.twitter.com/TBLbAW1f0D
— Srivastava Varun (Journalist) (@varunksrivastav) June 20, 2023
সম্প্রতি অন্য একটি ঘটনায় মুম্বইয়ের এক বয়স্ক মহিলা চলন্ত ট্রেনে চড়ার সময় পা পিছলে পড়ে যান। তবে এক পুলিশকর্মীর তৎপরতায় প্রাণে রক্ষা পান ওই মহিলা। সেই ঘটনার ভিডিয়োও সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছিল।