viral video of accident

ফোনে মগ্ন, গাড়ির ধাক্কায় শূন্যে উড়ে কয়েক ফুট দূরে পড়লেন মহিলা! রইল ভয়াবহ ভিডিয়ো

‘ওনলি ব্যাঙ্গার’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে সেই ভিডিয়োটি প্রকাশিত হয়েছে। যা দেখে শিউরে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১১:২১
Viral video of a woman, distracted by her phone, getting hit by a car while crossing the road

ছবি: এক্স থেকে নেওয়া।

কানে ফোন নিয়ে রাস্তা পার হওয়া যে কতখানি বিপজ্জনক, তা আরও এক বার প্রমাণ হয়ে গেল এই ঘটনায়। সিঙ্গাপুরের একটি ব্যস্ত রাস্তায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক তরুণী। ফোনে কথা বলতে বলতে রাস্তা পেরোচ্ছিলেন তিনি। ফোনে মগ্ন থাকায় খেয়াল করেননি যে, প্রবল গতিতে এগিয়ে আসছে একটি গাড়ি। গাড়ির ধাক্কায় কয়েক ফুট দূরে ছিটকে পড়েন তরুণী। সেই মারাত্মক দুর্ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ‘ওনলি ব্যাঙ্গার’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে সেই ভিডিয়োটি প্রকাশিত হয়েছে। ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

গাড়ির ড্যাশবোর্ডে যে ক্যামেরা লাগানো থাকে, তাতে ধরা পড়েছে গোটা ঘটনাটি। সেই ফুটেজে দেখা যাচ্ছে যে তরুণী ফোনে মগ্ন হয়ে রাস্তা পার হচ্ছেন। ট্র্যাফিক সিগন্যাল অমান্য করেই তিনি রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। দ্রুত ছুটে আসা গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন তিনি। হাত থেকে ছিটকে পড়ে ফোনও। দুর্ঘটনা ঘটতেই গাড়ি থেকে নেমে আসেন গাড়ির চালক। ভিডিয়োয় দেখা যায় ধাক্কা লাগার পরেও উঠে বসেন ওই তরুণী। দেখে নেন ফোনটি ঠিক আছে কিনা। ১৩ নভেম্বর রাতে ঘটে এই ঘটনাটি। ভিডিয়োটি পোস্ট হওয়ার পর কয়েক লক্ষ বার দেখা হয়েছে। মারাত্মক ভাবে আঘাত লাগার পরেও ওই তরুণী যে ভাবে উঠে বসে আগে নিজের ফোনের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েন তা নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে। এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘‘গুরুতর আঘাতের পর তরুণীর প্রথম কাজ ছিল তাঁর ফোন খুঁজে পাওয়া।’’

আরও পড়ুন
Advertisement