কলকাতায় আমেরিকান সেন্টারে এরিক গারসেটি। —নিজস্ব চিত্র।
আমেরিকার আর্থ-সামাজিক গঠনে ভারতীয়দের শরিক করে এগিয়ে চলার ধারাবাহিকতা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। দ্বিতীয় ট্রাম্প জমানার সূচনা পর্বেও ওই ধারা অটুট থাকবে বলে শুক্রবার আমেরিকার বিদায়ী রাষ্ট্রদূত এরিক গারসেটি আশ্বাস দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণের সঙ্গে সঙ্গেই বিদায়ী রাজনৈতিক জমানার প্রতিনিধি গারসেটির মেয়াদ সম্পন্ন হওয়ার কথা। আশা করা হচ্ছে, ১৯ বা ২০ জানুয়ারির মধ্যে এ বিষয়ে ওয়াশিংটন থেকে সুস্পষ্ট বার্তা আসবে। তার আগে কলকাতা সফরে এসে নানা ক্ষেত্রে ভারত-আমেরিকার সৌহার্দ্য ও সমন্বয় নিয়েই গারসেটি আশ্বাস দিয়ে গেলেন।
আমেরিকার বি ওয়ান এবং বি টু ভিসা (টুরিস্ট এবং বিজনেস ভিসা) ছাড়া বাকি ক্ষেত্রে ভিসার প্রতীক্ষা পর্ব একেবারে কমিয়ে আনা সম্ভব হয়েছে বলেও বিদায়ী রাষ্ট্রদূতের দাবি। তিনি বলেন, “বি ওয়ান, বি টু ভিসার জন্য অপেক্ষা পর্ব ১০০০ দিন থেকে ২০০-২৫০ দিনে আমরা কমাতে পেরেছি। যে পাঁচটি শহরে ভিসা দেওয়া হয়, সেখানে এসে আবেদন করলে কম সময় লাগবে। এবং কোনও একটি শহরের জন্য বসে থাকবেন না।” দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, হায়দরাবাদে এখন আমেরিকার ভিসা মেলে। ভারতীয়দের মধ্যে আমেরিকান ভিসার সীমাহীন চাহিদা সত্ত্বেও কিছু ক্ষেত্রে ভিসা সাক্ষাৎকারের সময় (স্লট) ফাঁকা থাকে বলেও গারসেটি জানান।
আমেরিকান ভিসা চাহিদায় হায়দরাবাদ এবং চেন্নাই সারা বিশ্বে একেবারে প্রথম সারিতে বসে গারসেটি জানান। তিনি বলেন, “হায়দরাবাদে তিন গুণ কর্মী বাড়িয়েছি। এআই প্রযুক্তি কাজে লাগিয়ে ভিসা প্রক্রিয়ায় গতি আনা হচ্ছে। ভারতের বাইরে অপেক্ষাকৃত কম ব্যস্ত কয়েকটি কেন্দ্র থেকেও ভারতীয়দের জন্য ভিসার ব্যবস্থা করা হচ্ছে।” সেই সঙ্গে আমেরিকায় ভারতীয় পর্যটকেরাই সেরা বলে গারসেটির মন্তব্য। তাঁর কথায়, “ভারতীয়রা আমেরিকায় ঢালাও খরচ করেন, তাঁদের জন্যই বিপুল কর্মসংস্থান হয়। ভারতীয় পর্যটক বাড়াতেও আমরা বাণিজ্য দফতরের সঙ্গে কথা বলছি।”
তবে বেআইনি ভাবে আমেরিকায় ঢোকার প্রবণতা নিয়েও হোয়াইট হাউস উদ্বিগ্ন বলে গারসেটি জানান। সাম্প্রতিক একটি রিপোর্ট তুলে ধরে তিনি বলেন, “পশ্চিম গোলার্ধ্বের বাইরে আমেরিকায় বেআইনি অনুপ্রবেশকারীরা সব থেকে বেশি ভারতের। বেআইনি অনুপ্রবেশ কাম্য নয়। ভারত এবং আমেরিকার সীমান্ত সুরক্ষিত করায় পারস্পরিক সহযোগিতা কাম্য।” ভিসার জন্য দালাল (ব্রোকার) ধরার ভুল বা পাচারকারীদের খপ্পরে পড়া নিয়েও গারসেটি সতর্ক করেন।