viral video of bike

এক বাইক, আট সওয়ারি! স্ত্রী ও ছয় সন্তানকে বাহনে চাপিয়ে বেরোলেন প্রৌঢ়, দেখে হতবাক পুলিশও

উত্তরপ্রদেশের শাহজাহানপুরে পরিবারের সাত সদস্যকে একসঙ্গে বাইকে চাপিয়ে ভ্রমণ করতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৮:০০

ছবি: সংগৃহীত।

একটি বাইকে এঁটে গিয়েছে পুরো পরিবার। তাও দুই বা তিন সদস্য নয়, আট সদস্যের বড়সড় পরিবার। তাদের সকলকে বাইকে চাপিয়ে রাস্তায় বেরিয়ে ফ্যাসাদে পড়লেন পরিবারের কর্তা। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে পরিবারের সাত সদস্যকে একসঙ্গে বাইকে ভ্রমণ করাতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি। স্থানীয় ট্র্যাফিক পুলিশ এই ‘সুজন’কে দেখতে পেয়ে পথ আটকান। সম্প্রতি এক্স মাধ্যমে সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা দ্রুত ভাইরাল হয়েছে। ‘কাভিশ আজ়িজ়’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি প্রকাশ করা হয়। যা দেখে অবাক হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্বামী-স্ত্রী এবং তাঁদের ছয় সন্তান, মোট আট জন একটি বাইকে চেপে যাচ্ছিলেন। জায়গার অভাবে বাইকের পেট্রল ট্যাঙ্কের উপরে তিন সন্তানকে বসিয়েছিলেন বাবা। এত জন সওয়ারির সঙ্গে গৃহস্থালির অন্য জিনিসপত্রও বাইকে চাপিয়েছিলেন ওই দম্পতি। বাইক থামাতেই পরিবারে সদস্যদের গুনে হতবাক হন ট্র্যাফিক পুলিশ। বাইকচালককে ভর্ৎসনা করে তিনি জিজ্ঞাসা করেন, ‘‘আপনারা কি ট্র্যাফিক নিয়ম মানবেন না?’’ অন্য দিকে ভিডিয়োটি রেকর্ড করার সময় এক জনকে ব্যঙ্গাত্মক ভাবে বলতে শোনা গিয়েছে, ‘‘আপনার বাইক বিক্রি করুন, পরিবর্তে একটি রিকশা কিনুন।’’

ঘটনার পুনরাবৃত্তি হবে না কথা দেওয়ায় বাইকচালককে ছেড়ে দেয় পুলিশ। ভিডিয়োটি দেখে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সমাজমাধ্যমে।

Advertisement
আরও পড়ুন